কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৯ আগস্ট, ২০১৫

কলম মানে অস্ত্র নেওয়া, পারবো না ভাই পারবোনা

কলম হাতে নিলেই নাকী কলমদারীর মৃত্যু হয়
কাপুরুষ এই আমার কলম নিতে তাইতো ভয়।
এই কলম হাতে নিয়েই নাকী শহীদ হয়েছেন কতো শতজন
আমি আমার ভালই আছি, শহীদ হওয়ার কি প্রয়োজন?

কলম নাকী মাঝে মাঝে অস্ত্রের চেয়েও ধারালো হয়
কাপুরুষ এই আমার কলম নিতে তাইতো ভয়।
এই কলমের কালিতে নাকী দুঃশাসন অবশান হয়?
শত্রুপক্ষ কলমের ভয়ে মাঝ পথেই থমকে রয়।

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫

পথের শিশু পথেই থাক

পথের শিশু পথেই থাক
              আমি আমার অট্টালিকায়
পথের শিশু না খেলে
              আমার তাতে কি আসে যায়?
আমার শিশু পরম সুখে আমার কোলে ঘুমায়
              পথের শিশুর কান্না শুনে ভাঙ্গে না হৃদয় যন্ত্রনায়।

রবিবার, ২৬ জুলাই, ২০১৫

প্রেম হয়ে যাবে


তুই তাকাস নে এই চোখে
প্রেম হয়ে যাবে এক নিমিষে।
কিরে তবুও কেন তাকিয়ে আছিস
তোর কি ভয় হয়নারে ?
তাকাস নেরে পাগলি আর তাকাস নে
প্রেম হয়ে যাবে।
সত্যি বলছি আজই তুই প্রেমে পরে যাবিরে
আর তাকাস নে,তাকাস নেরে এই দু-চোখে।

মঙ্গলবার, ৯ জুন, ২০১৫

নব্য জীবনের আয়োজন

সময়ের অভাবে কতো পাখি ফিরে না নীড়ে
পথহারা পাখি তাই নতুন নীড় গড়ে
হয়তো হারায় স্বজন প্রিয়জন
তবুও নতুন নীড়ে নব্য জীবনের আয়োজন।

মঙ্গলবার, ১২ মে, ২০১৫

আমার মাঝে পশু পাই

মানুষ খুজতে গিয়া আমি আমার মাঝে পশু পাই
ভবপাড়ের শেষ সীমানায় মানুষ হতে পারিনি তাই
মানুষ হওয়া বড় দায়, মানুষ হতে পারিনি তাই।

চার পায়ে পশু হয়রে, দুই পায়ে মানুষ তাই
আমার মাঝে আঠারো পা, মানুষের কোন লক্ষন নাই।

দেখতে হুবুহু মানুষের মতোই, আচরনে পশু তাই
মানুষ খুজতে গিয়া আমি আমার মাঝে পশু পাই।

আমিও প্রাচির বন্দী

তুমি ফাগুন ভাবিয়া আগুন কুড়াইয়া আমায় দিয়াচুনু উড়ায়া
আমি পুড়িয়া আংগার হই, আর তুমি সুখে মাতোয়ারা।

পুড়িতেছি আমি, বুঝিতেছি তার কি জ্বালা?
জাচিয়া নিতেছো তুমি অপবাদের মালা।
সেতো মালা নয় দায় মুছিবার পালা,
মুক্তি চাও নিয়ে নাও,
আমি রাখিনি বন্দী করে।
এসেছো আপন মনে,আপন মনেই ফিরে যাও।
আমি কারাবন্দি, মুক্তির স্বাদ কি তা জানী।

তুমি দাস তবে দাসই থাকো, আমিও প্রাচির বন্দী।
আমাতেই আমার অভিষাপ, হয়না যেন কভু দুজনার সন্ধ্যি।

কবিতা
  1. অজানা ব্যথা
  2. অসম্পূর্ণ কাব্য
  3. আখি জুড়িয়া শ্রাবন আসিলো
  4. আজ এক পসলা বৃষ্টি এলে
  5. আজ বৃষ্টি এসে ছিল আমার শহর জুরে
  6. আপনার লাগিয়া যে আপনারেই করে পর
  7. আমাদের মৌলিক অধিকার
  8. আমার মাঝে পশু পাই
  9. আমি অগ্নির মতো উত্তপ্ত
  10. আমি ভালবাসার কাঙ্গাল
  11. আমি শান্ত বাস্তবতার আগাতে
  12. আমিও প্রাচির বন্দী
  13. আহারে অভাগার জীবন
  14. ও চোখের মায়ায় পড়ে যাবে
  15. ও নদী,নদীরে
  16. কপাটখানা
  17. কবিতা লেখার প্রহর শেষ
  18. কবির আত্মহত্যা
  19. কলম মানে অস্ত্র নেওয়া, পারবো না ভাই পারবোনা - New !!
  20. কারন আমি যে অতিই নগণ্য
  21. খুব ইচ্ছে করে
  22. জন্মই আমার অজন্ম পাপ
  23. জন্মই আমার জন্মান্তরের পাপ
  24. তুই ফিরে আসিস
  25. দেখা হবে আবার
  26. নব্য জীবনের আয়োজন - New !!
  27. নাম না জানা কেউ
  28. নীল পরী
  29. পথের শিশু পথেই থাক - New !!
  30. পালিয়ে বেড়াই
  31. পুরুষের সুখের দাফন
  32. পৌষের রাতে
  33. প্রেম দহন
  34. প্রেম হয়ে যাবে - New !!
  35. প্রেমিক মাতাল
  36. বড় নিষ্টুর পৃথিবীর মানুষ গুলি
  37. বদলে নিয়েছে কেউ এক জন
  38. বাস্তবতাই আমাকে করেছে পরাজিত
  39. ভেজা ঘাস
  40. মানুষ রুপি কোন এক অমানুষ
  41. মুক্ত করো আমারই প্রাণ
  42. মৃত্তিকা
  43. মৃত্তিকা
  44. মৃত্যুই আমার একমাত্র প্রয়োজন
  45. যদি বলি আমার শৈশব ফেরত দাও
  46. যেখানে সুখ খেলা করে
  47. যেন এক বরণ উৎসব
  48. লতাহীন বৃক্ষ
  49. সারে সাত বৎসর
  50. স্মৃতি ডায়েরি
  51. হয়তো সেই জনমে অভিশপ্ত ছিল জীবন

সোমবার, ৪ মে, ২০১৫

পুরুষের সুখের দাফন


এসে ছিলেম আমি এসে ছিলেম বহুবার
এই শান্ত নদীর মোহনায়
নদীও আমায় তোমার মতো তারিয়ে দিয়েছে অবলিলায় অবহেলায়
নদী সেও তো নারীর নাম বাচক
নারীর মতোই তার আচরণ
নারীতেই যে পুরুষের সুখের দাফন।

ও চোখের মায়ায় পড়ে যাবে


ও দিকে তাকিও নৌজোয়ান,
ও চোখের মায়ায় পড়ে যাবে।
দেখ ঐ দূর নীল আকাশের তাকিয়ে
আকাশের নীলিমা আজ ফ্যাকাশে
ঐ দুচোখের চাহনিতে।
আমি কতো ডুব সাঁতার কেটেছি ঐ দু- চোখে
সাগরের নীলিমা ভেবে।
আমি কতো বার মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম
ঐ দুটি চোখে পাহাড়ারি ঝর্ণা ভেবে।
এতো আকাশ নয়, সাগর নয়, নয় কোন পাহারি ঝর্ণা।
এ যে দুটি চোখ, তার নেই কোন উপমা
ও দিকে তাকিও নৌজোয়ান,
ও চোখের মায়ায় পড়ে যাবে।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫

পালিয়ে বেড়াই

জীবনটা বড় তিক্ত লাগছে।
স্বপ্ন দেখা তো সেই কবেই ভুলে গেছি।
আর স্বপ্ন দেখতে তো সুন্দর একটা মন লাগে।
আমার এই ভাঙ্গা চুড়া মন দিয়ে তো আর স্বপ্ন দেখা যায় না।

মাঝে খুব কাঁদতে ইচ্ছে করে।
কাঁদলে নাকী দুখের লাগব হয়।
মনে নাকী সুখ সুখ ভাব লাগে।
কিন্তু তবুও যে মন খুলে কাঁদতে পারিনা।

সুখের পিছু আর দৌড়াই না।
আমার অসুখ কি করেই বা সে সারাবে?
সুখ তো নিজেই ছোঁয়াচে অসুখে ভুগছে।
ভয় লাগে কখন আমায় ঝাপটে ধরে।
তাই আমি নিজেই সুখ থেকে পালিয়ে বেড়াই।

  1. অজানা ব্যথা
  2. অসম্পূর্ণ কাব্য
  3. আখি জুড়িয়া শ্রাবন আসিলো
  4. আজ এক পসলা বৃষ্টি এলে
  5. আজ বৃষ্টি এসে ছিল আমার শহর জুরে
  6. আপনার লাগিয়া যে আপনারেই করে পর
  7. আমাদের মৌলিক অধিকার
  8. আমার মাঝে পশু পাই - New!
  9. আমি অগ্নির মতো উত্তপ্ত
  10. আমি ভালবাসার কাঙ্গাল
  11. আমি শান্ত বাস্তবতার আগাতে
  12. আমিও প্রাচির বন্দী - New!
  13. আহারে অভাগার জীবন
  14. ও চোখের মায়ায় পড়ে যাবে - New!
  15. ও নদী,নদীরে
  16. কপাটখানা
  17. কবিতা লেখার প্রহর শেষ
  18. কবির আত্মহত্যা
  19. কারন আমি যে অতিই নগণ্য
  20. খুব ইচ্ছে করে
  21. জন্মই আমার অজন্ম পাপ
  22. জন্মই আমার জন্মান্তরের পাপ
  23. তুই ফিরে আসিস
  24. দেখা হবে আবার
  25. নব্য জীবনের আয়োজন - New!
  26. নাম না জানা কেউ
  27. নীল পরী
  28. পালিয়ে বেড়াই - New!
  29. পুরুষের সুখের দাফন - New!
  30. পৌষের রাতে
  31. প্রেম দহন
  32. প্রেমিক মাতাল
  33. বড় নিষ্টুর পৃথিবীর মানুষ গুলি
  34. বদলে নিয়েছে কেউ এক জন
  35. বাস্তবতাই আমাকে করেছে পরাজিত
  36. ভেজা ঘাস
  37. মানুষ রুপি কোন এক অমানুষ
  38. মুক্ত করো আমারই প্রাণ
  39. মৃত্তিকা
  40. মৃত্তিকা
  41. মৃত্যুই আমার একমাত্র প্রয়োজন
  42. যদি বলি আমার শৈশব ফেরত দাও
  43. যেখানে সুখ খেলা করে
  44. যেন এক বরণ উৎসব
  45. লতাহীন বৃক্ষ
  46. সারে সাত বৎসর
  47. স্মৃতি ডায়েরি
  48. হয়তো সেই জনমে অভিশপ্ত ছিল জীবন

বুধবার, ২৫ মার্চ, ২০১৫

ভেজা ঘাস

কতো কুয়াশা ভেজা ঘাস শুখালো
পৌষের দুপুরের ক্লান্ত রোদে।
কতো বৃষ্টি ভেজা ঘাস পুড়ালো
চৈত্রের দুপুরের কাঠ ফাটা রোদে।

রবিবার, ১৫ মার্চ, ২০১৫

প্রেম দহন

হৃদয় খুরে রক্তের স্রোত দ্বারা
চীর্ণ হৃদয় শীর্ণ দ্বারা
প্রবল প্লাবন, আঁখি শ্রাবণ
ক্লান্ত আমি প্রেম দহন.


বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫

অসম্পূর্ণ কাব্য

নির্জনে নির্ভাবনায় এসো তুমি নিপবনে
গুধুলি ফুরিয়ে এলে,বুকেতে জরিয়ে ধরে
ভালোবাসি ওগো বলবো তোমার কানে কানে।

জোনাকির নিবো নিবো আলোয়,
চাঁদের জন্মলগ্নে,আমাবর্শার কালে
ললাটে আলতো করে চুমু দেবো লজ্জা ভুলে।

নিশুতি রাতে,নিশুতি আবেগে অরন্যের বুকে
নির্ঘুম তুমি নির্ঘুম আমি নির্ঘুম প্রকৃতিতে

রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৫

জন্মই আমার জন্মান্তরের পাপ

কুড়ে ঘরে জন্ম আমার
খড়ের চালায় শৈশব
বাবা কবেই ইতি হয়েছেন
মা-ই আমার সব।

বালক হয়ে বুঝলাম আমি
জীবন আমার নিতান্তই অভিশাপ
অর্ধ জীবন দিয়ে পারি বুঝেছি আমি পুরোপুরি
জন্মই আমার জন্মান্তরের পাপ।

শনিবার, ৩১ জানুয়ারী, ২০১৫

কপাটখানা

স্মৃতি অভিমানে মনের কপাট আলতো করে খোলে দেয়নি আজ।
ভিশন অভিমানে হিংস্র হয়ে ধপাশ করে ভেঙ্গে দিল মনের মরিচিকা ধরা কপাটখানা।
মনের সেই কপাটখানা জোরা নেবেনা জানি আর মৃত্যু অবধি।
ভাঙ্গাই থেকে যাবে মনের জরাজীর্ণ গোপন ঘরের কপাটখানা।
কেউ খুলে ছিল তা বহুকাল আগে আলতো পরশে
আবার এটে দিয়েছিল বিষণ আঘাতে বিদায় বেলা।
আজ ভেঙ্গে দিল স্মৃতি তা চিরকালের জন্য চিরচেনা সেই কপাটখানা।

শনিবার, ৩ জানুয়ারী, ২০১৫

মুক্ত করো আমারই প্রাণ

এই ছন্যছাড়া জীবন তোমারি দান
যাহা দিয়াছুনু মোরে
তাহা নিয়া যাও
তোমারি তরে।
আমি যে দিতে পাড়িবোনা
তোমরই দানের প্রতিদান।
নিয়া যাও তুমি নিয়া যাও
তোমারই দান।
মুক্ত করো আমায়
মুক্ত করো আমারই প্রাণ।

শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪

তুই ফিরে আসিস


তুই ফিরে আসিস তোর আঙ্গিনায় জোছনার প্লাবন এলে
তুই ফিরে আসিস  তোর আঁধার কেটে ভোর হলে
তুই ফিরে আসিস তোর গগণে সূর্য দেখা দিলে
তুই ফিরে আসিস  আরো একবার নতুন করে কাঁদবো বলে।

বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪

যেখানে সুখ খেলা করে

খুঁজেছি অনেক, তোকে তোর শহরে
পত হারিয়েছি আমি কবেই,
তোর মনের অন্তপুড়ে।

বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪

অজানা ব্যথা

নির্ঘুম রাত কষ্টের প্রহরী
কষ্ট ফুরায়না হৃদয় খুরী।
নিতান্তই আমি কষ্টের খাঁচায় বন্দী

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪

কবির আত্মহত্যা

একলা ঘরে একলা আমি
বাম হাতে জলন্ত সিগারেট
ডান হাতে কলম।
হয়ে গেছে কাক ডাকা ভোর
নিরব শহর হচ্ছে চঞ্চল
সূর্যটা রক্তের মতো লাল হয়ে
উঠছে পূর্ব গগনে।
চাঁদ গেছে ডুবে,দিনের শুরু যেখানে
এখানেই কবিতা লেখার প্রহর শেষ।

রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪

আমি অগ্নির মতো উত্তপ্ত

আমি অগ্নির মতো উত্তপ্ত,
রক্তের মতো লাল,
আমি পাথরের মতো কঠিন
মোমের মতো হইনা শেষ।