শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

লতাহীন বৃক্ষ

আমিতো তোমার কাছে ভালোবাসা ভিক্ষা চাইনি
হয়তো আমি প্রেমের দেনায় দেউলিয়া ছিলাম
নয়তো কারো প্রতারনায় নিঃষ ছিলাম
তাই বলে কি আমি তোমার কাছে ভালবাসা ভিক্ষা চেয়ে ছিলাম।


তুমি উদার হয়ে এসে ছিলে আমার কাছে
প্রকাশ করেছিলে নিজেকে  ব্যতিক্রম রুপে
পালটে দিতে চেয়েছিলে আমার গতানুগতিক জীবন দ্বারা
দু-ঠোটের মুচকি হাসিতে ভালবাসি বলে।

অবশেষে করলে তুমি তোমার, ভালবাসা অস্বীকার
বুঝালে আমি মিথ্যেবাদি,তুমি সত্যে উদার।
আমিও মেনে নিলাম আমার পরাজয়
বুঝে নিলাম লতাহীন বৃক্ষও এই ধরাতে হয়।

কোন মন্তব্য নেই: