একলা ঘরে একলা আমি
বাম হাতে জলন্ত সিগারেট
ডান হাতে কলম।
হয়ে গেছে কাক ডাকা ভোর
নিরব শহর হচ্ছে চঞ্চল
সূর্যটা রক্তের মতো লাল হয়ে
উঠছে পূর্ব গগনে।
চাঁদ গেছে ডুবে,দিনের শুরু যেখানে
এখানেই কবিতা লেখার প্রহর শেষ।
ফুরায়নি কলমের কালি
ফুরায়নি লেখার কাগজ
রয়ে গেছে বুকে জমা চাপা কান্না
আর আবেগ প্রবণতা।
থেমে গেল ঘুমহীন যন্ত্রণার তার কাঁটা
আর অপেক্ষার প্রহর গুনা
কিন্তু এখানেই কবিতা লেখার প্রহর শেষ।
প্রিয়াকে দেব শেষ উপহার যে আংটি
রয়ে গেল তা টেবিলের কোনে
রয়ে গেল অক্ষত পাঁচ পাঁচটি সিগারেট
আর অগ্নি বারুধ ম্যাচ
তবুও এখানেই কবিতা লেখার প্রহর শেষ।
বাম হাতে জলন্ত সিগারেট
ডান হাতে কলম।
হয়ে গেছে কাক ডাকা ভোর
নিরব শহর হচ্ছে চঞ্চল
সূর্যটা রক্তের মতো লাল হয়ে
উঠছে পূর্ব গগনে।
চাঁদ গেছে ডুবে,দিনের শুরু যেখানে
এখানেই কবিতা লেখার প্রহর শেষ।
ফুরায়নি কলমের কালি
ফুরায়নি লেখার কাগজ
রয়ে গেছে বুকে জমা চাপা কান্না
আর আবেগ প্রবণতা।
থেমে গেল ঘুমহীন যন্ত্রণার তার কাঁটা
আর অপেক্ষার প্রহর গুনা
কিন্তু এখানেই কবিতা লেখার প্রহর শেষ।
প্রিয়াকে দেব শেষ উপহার যে আংটি
রয়ে গেল তা টেবিলের কোনে
রয়ে গেল অক্ষত পাঁচ পাঁচটি সিগারেট
আর অগ্নি বারুধ ম্যাচ
তবুও এখানেই কবিতা লেখার প্রহর শেষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন