বুধবার, ৫ নভেম্বর, ২০১৪

বাস্তবতাই আমাকে করেছে পরাজিত

খুব ইচ্ছে করে সৃতির শহরটা ঘুরে আসি।
যে শহর মনে করিয়ে দেয় আমিও একদিন সুখি ছিলাম
ছিল আমার সুখের কোন এক উৎস।
যে শহর মনে করিয়ে দেয় আমায় কেউ ভালবাসতো
আমার চেয়েও অনেক বেশি।



জানি শহরটা এখন আর আগের মতো নেই,
শহরের মানুষটাও যে আগের মতো নেই,
শহরের সেই মানুষটার সাথে তার শহরটাও বধলে গেছে
গতানুগতিক দ্বারায়।

শুধু প্রেমিক মাতাল রয়ে গেলো প্রেমিক মাতাল
সৃতির সাথে গড়ে নিয়ে মিতালি।
সৃতিও মাঝে মাঝে উপহাস করে বলে
প্রেমিক মাতাল আমিও যে হয়ে গেছি বানবাসি।

ফিরে যেতে ইচ্ছে করে সেই মধুময় দিন গুলিতে
তোমার শহরে তোমার পাশে।
যা কিনা শুধু কল্পনাতেই সম্ভব বাস্তবতায় নয়।

বাস্তবতাই আমাকে করেছে পরাজিত
আবেগের বানে বাসিয়ে
আমি আজও ডুব সাতার করি আবেগের বানে
বাস্তবতাকে মেনে না নিয়ে।

কোন মন্তব্য নেই: