আপনার লাগিয়া যে আপনারেই করে পর
তাহারে কি বলিবে তুমি স্বার্থপর?
যাহারে ভাবিয়া হৃদয় হয় শান্ত
তাহারে ভাবিয়া আবার হয় হৃদয় ক্লান্ত।
যাহারে না দেখিয়া চক্ষুকোণে জমে অশ্রু জল
তাহারে দেখিয়া আবার চক্ষু ছলছল।
যাহারে করিয়া স্বরণ মুচিতো সব গ্লানি
তাহারে করিয়া স্বরণ হৃদয়ে রক্তের ক্ষনি।
আপনার লাগিয়া যে আপনারেই করে পর
তাহারে কি বলিবে তুমি স্বার্থপর?
তাহারে কি বলিবে তুমি স্বার্থপর?
যাহারে ভাবিয়া হৃদয় হয় শান্ত
তাহারে ভাবিয়া আবার হয় হৃদয় ক্লান্ত।
যাহারে না দেখিয়া চক্ষুকোণে জমে অশ্রু জল
তাহারে দেখিয়া আবার চক্ষু ছলছল।
যাহারে করিয়া স্বরণ মুচিতো সব গ্লানি
তাহারে করিয়া স্বরণ হৃদয়ে রক্তের ক্ষনি।
আপনার লাগিয়া যে আপনারেই করে পর
তাহারে কি বলিবে তুমি স্বার্থপর?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন