নীল পরীর নীল আকাশ,
কালো মেঘে ঢাকা
তাই বলে কি নীল পরী,
কাদবে একাএকা?
নীল পরী নিল আকাশের,
নীলের মাঝে উড়বে
তাই দেখিয়া কালো মেঘ,
বৃষ্টি হয়ে ঝরবে।
লজ্জা পেয়ে সূর্য যখন,
আড়ালে মুখ ডাকবে
চাঁদটা তখন উঁকি মেরে,
নীল পরীকে দেখবে।
নীল পরী চাঁদকে দেখে
মুচকি হাসি হাসবে,
অমনি তখন চাঁদ খানা
চন্দ্রগ্রহণ পুড়বে।
কালো মেঘে ঢাকা
তাই বলে কি নীল পরী,
কাদবে একাএকা?
নীল পরী নিল আকাশের,
নীলের মাঝে উড়বে
তাই দেখিয়া কালো মেঘ,
বৃষ্টি হয়ে ঝরবে।
লজ্জা পেয়ে সূর্য যখন,
আড়ালে মুখ ডাকবে
চাঁদটা তখন উঁকি মেরে,
নীল পরীকে দেখবে।
নীল পরী চাঁদকে দেখে
মুচকি হাসি হাসবে,
অমনি তখন চাঁদ খানা
চন্দ্রগ্রহণ পুড়বে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন