সোমবার, ১ জুলাই, ২০১৯

#কেন বিধবার হার এতো বেশি..


বাবার কষ্টের জমানো টাকা ছেলের ভবিষ্যতের জন্য নয়, মেয়েকে বিয়ে দেওয়ার জন্যই হয় অধিকাংশ। আর ছেলে তো পুরুষ মানুষ। সে তার ভবিষ্যৎ নিজেই গড়ে নিতে পারবে।

তাই তো সমাজে বিবাহ উপযুক্ত ছেলের সংখ্যা নেহায়েত কম বিবাহ উপযুক্ত মেয়েদের তুলনায়।

ছেলেদের বিয়ের প্রধান যোগ্যতা চাকরি ব্যবসা বা আয়। যা মেয়েদের বেলা নিঃপ্রয়োজন।

তাইতো ছেলেদের বিয়ে করতে করতে অনেক বয়স হয়ে যায়। যেই বয়সে মেয়েরা সাধারণত অবিবাহিত থাকেনা। তাই ছেলেরা বিয়ে করতে হয় তাদের থেকে অনেক কম বয়সী মেয়েকে। যেহেতু সাধারণত যার যতো বেশি বয়স তার ততো আগে মৃত্যু ঘটে। এই ধারাবাহিকতায় স্বামীর মৃত্যু স্ত্রীর মৃত্যুর অনেক আগেই ঘটে থাকে। আর এর ফলে এ দেশে বিধবার হার এতো বেশি।

হয়তো অনেকেই ভাবেন গড় আয়ু পুরুষের তুলনায় নারীর বেশি। কিন্তু না এমন কোন রিপোর্ট এদেশে আজ পর্যন্ত হয়নি।

বিঃদ্রঃ- এটা সামান্য মাত্র বিশ্লেষণ। ফেইসবুক এ এর চেয়ে বেশি বিশ্লেষণের উপযুক্ত প্লাটফর্ম বলে আমি মনে করিনা।
>>>>>>>>>অপ্রিয় সত্য