কোন একজন মন্ত্রীর কথার সুত্র ধরে আমার এক বড় ভাই বলেছেন- দেশে এখন একজনও অভাবী / গরিব নেই।
আমি উত্তরে বললাম- আপনি নিশ্চই কুরবানির মাংস বিতরন, যাকাতের নিন্ম মানের কাপড় বিতরন, শীতের পোশাক বিতরন, বঙ্গবন্ধুর জিয়ার জন্ম মৃত্যু বার্ষিকী সহ অনেকের মৃত্যু জন্ম বার্ষিকীর উপলক্ষে কাঙ্গালি ভোজ বা খাবার বিতরন সহ ইত্যাদি...
পথশিশু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পথশিশু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬
undefined
undefined
সকলের দৃষ্টি আকর্ষণ করছি- শীত এসে গেছে
আসুন প্রতি শীতের মতো এবার শীতেও গরিব, অসহায়, বস্ত্রহীন,পথশিশুদের পাশে দাড়াই।
গরিব, অসহায়, বস্ত্রহীন,পথশিশুদের শীত নিবারণে সঙ্গী হই।
জাগিয়ে তুলি বিবেক ও মানবতাকে।
...