মঙ্গলবার, ১২ মে, ২০১৫

আমার মাঝে পশু পাই

মানুষ খুজতে গিয়া আমি আমার মাঝে পশু পাই
ভবপাড়ের শেষ সীমানায় মানুষ হতে পারিনি তাই
মানুষ হওয়া বড় দায়, মানুষ হতে পারিনি তাই।

চার পায়ে পশু হয়রে, দুই পায়ে মানুষ তাই
আমার মাঝে আঠারো পা, মানুষের কোন লক্ষন নাই।

দেখতে হুবুহু মানুষের মতোই, আচরনে পশু তাই
মানুষ খুজতে গিয়া আমি আমার মাঝে পশু পাই।


রংবেরঙ্গের মানুষ দেখি, তার ভিতরে মান-হুষ নাই
মানুষ হওয়ার জন্য আমি কোন গুরুর কাছে যাই।

মানুষ গড়ার কারিগর, মানুষ নিজে হয়নিরে ভাই
মানুষের সংজ্ঞা সেখায়, গুরুর মাঝে তার কিছুই নাই।

এই ভবে মানুষ হওয়ার উপাই কোথায় পাই
মানুষ হবো মানুষ হবো বিদি, উপায় কি তার নাই।

এই প্রেমিক মাতাল আমি মানুষ হতে চাই
মানুষ খুজতে গিয়া আমি আমার মাঝে পশু পাই।

কোন মন্তব্য নেই: