মৃত্তিকা,চলো হেটে আসি কোলাহলের আড়ালে
ঐ দূর নীল আকাশটা দেখ,
দূর নীল পাহাড়ের সাথে করেছে মিতালি।
চলো না ঘুরে আসি ঐ মিলন মেলাতে।
যাবে আমার সাথে,
তবে হাতে রাখো হাত,
পিচনে ধংষ যাক,
সামনে হও আগুয়ান,
ভুলে গিয়ে সব পিছুটান।
ভালবাসা এভাবেই হয়
নয় পিচুটান,নয় কোন ভয়।
মৃত্তিকা থেকে থেকে ঐ দূর নীল আকাশ
অসিম ভালবাসা দিয়ে জয় করে নিতে হয়।
কি যাবেনা, যাবেনা আমার সাথে,
আমার মাঝেই হারাবে না তুমি
তোমার পৃথিবীটাকে ?
মৃত্তিকা তবে তুমি তোমার মতোই সুখে থাকো
আমি ও গেলাম এই মৃত্তিকার গবিরতা ছুয়ে
ঐ দূর নীল আকাশের তারা হতে।
সেখান থেকেই ডাকবো তোমায় প্রতি নিশিতে
আসবে কবে আমার কাছে এই আশাতে।
ঐ দূর নীল আকাশটা দেখ,
দূর নীল পাহাড়ের সাথে করেছে মিতালি।
চলো না ঘুরে আসি ঐ মিলন মেলাতে।
যাবে আমার সাথে,
তবে হাতে রাখো হাত,
পিচনে ধংষ যাক,
সামনে হও আগুয়ান,
ভুলে গিয়ে সব পিছুটান।
ভালবাসা এভাবেই হয়
নয় পিচুটান,নয় কোন ভয়।
মৃত্তিকা থেকে থেকে ঐ দূর নীল আকাশ
অসিম ভালবাসা দিয়ে জয় করে নিতে হয়।
কি যাবেনা, যাবেনা আমার সাথে,
আমার মাঝেই হারাবে না তুমি
তোমার পৃথিবীটাকে ?
মৃত্তিকা তবে তুমি তোমার মতোই সুখে থাকো
আমি ও গেলাম এই মৃত্তিকার গবিরতা ছুয়ে
ঐ দূর নীল আকাশের তারা হতে।
সেখান থেকেই ডাকবো তোমায় প্রতি নিশিতে
আসবে কবে আমার কাছে এই আশাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন