গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৪ জুন, ২০২০

undefined undefined

পথের মাঝে হারিয়ে গেছে আমার ভালবাসা

আমি পথের মানুষ পথেই থাকি, পথেই ঘর বাড়ি পথের মাঝে ফুটে আবার, পথের মাঝেই ঝরি। পথের মাঝে স্বপ্ন আমার, পথেই মাঝেই আশা পথের মাঝে হারিয়ে গেছে, আমার ভালবাসা। আমি পথের মাঝে সুখ খুজে পাই, শত দুঃখ ভুলে পথের মাঝে পথ ভুলে যাই, নতুন পথ খুজার ছলে। পথের মাঝে সুখে হাসি আমি, পথের দুঃখে কাদি পথের মাঝে আমার হারিয়ে যাওয়া, ভালবাসা খুজি। আমি...

বুধবার, ২৪ জুলাই, ২০১৯

undefined undefined

জেগে ওঠো বন্ধু সময়ের জোয়ারে

জেগে ওঠো বন্ধু সময়ের জোয়ারে দাঁড়িয়ে জাগরণ তোমার মনের দুয়ারে তুমি জাগলেই জাগবে দেশ ও জাতী নিমিষেই ফুরাবে নিকষ কালো তিমির রাতি। মেঘ দেখে আকাশে ভয় তুমি পেওনা পেছনে কেউ নেই ভেবে ভীতু তুমি হয়না তোমার সাহসী চিৎকারে থমকে যাবে অন্যায় অবিচার পেছনে তাকিয়ে দেখ ষোল কোটি অনুসারী তোমার। পাহাড়ের উচ্চতা দেখে ভয় তুমি পেওয়া ষোল...

রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬

undefined undefined

কোন দিকে যাবিরে তুই ও আমার প্রেমিক মাতাল মন

উত্তরে ঢোল তবলা আর বাঁশীর সুরে লালন ও হাসন দক্ষিনেতে ভক্তগনের রাধাকৃষ্ণের গুণ কীর্তন পশ্চিমেতে জিকির মাহফিল আর তবারকের আয়োজন প্রেমিক মাতাল বুঝিতে পায়না কোন দিকে তার মন পুবেতে ধোয়া ধোয়া কুয়াশা মাখা নিরব অচেতন কোন দিকে যাবিরে তুই ও আমার প্রেমিক মাতাল মন...

শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

undefined undefined

যে অন্তরে প্রেমও খিদা, সেই অন্তরে আবার দ্বিধা

যে অন্তরে প্রেমও খিদা, সেই অন্তরে আবার দ্বিধা খিদাতো মিঠেনা, দ্বিধাতো কাটেনা কি করি বলো দয়াল, কি করি খুদা...

মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫

undefined undefined

আজ তুমি কোথায় আমি কোথায়,কোথায় আমার বাবা মা বোন

দুই বোন আর মা বাবার সংসারে আমি ছিলাম একা আমার একমাত্র আয়েই চলতো ছোট্ট সংসারটা অভাব অনটনের মাঝেও সুখ ছিল কানায় কানায় সেই সুখের মাঝেই আগমন হল তোমার এই হৃদয় সীমায়। তোমার রুপ আর তোমার বাবার টাকার নেশায় মাতোয়ারা হয়ে পালিয়ে গেলাম কোন এক অজানায়। মা বাবা দুই লক্ষি বোনকে করে অন্নহারা। আজ তুমি কোথায় আমি কোথায়,কোথায় আমার বাবা...

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

undefined undefined

একটু খানি বাউলামি

ভাবের মানুষ হিংস্র বেজায় বনের বাঘ ততো নয় ভাবের মানুষ কাছে এলে থাকে না যে বাঘের ভয়...

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫

undefined undefined

অন্যের বাসর ঘরে

আজ নতুন আরেকটা জীবনে দিচ্ছ পা বধলে নিচ্ছ তোমার জীবন রেখা। লাল শাড়ি পরে বধু বেসে তুমি নিয়ন আলো জ্বলছে তোমার বাড়িতে। বধলে গেলে কি করে তুমি কি করে চলে যাচ্ছ দূরে অভাগা আমি কাদছি কতো দুঃখে আর তুমি অন্যের বাসর ঘরে...

মঙ্গলবার, ১২ মে, ২০১৫

undefined undefined

আমার মাঝে পশু পাই

মানুষ খুজতে গিয়া আমি আমার মাঝে পশু পাই ভবপাড়ের শেষ সীমানায় মানুষ হতে পারিনি তাই মানুষ হওয়া বড় দায়, মানুষ হতে পারিনি তাই। চার পায়ে পশু হয়রে, দুই পায়ে মানুষ তাই আমার মাঝে আঠারো পা, মানুষের কোন লক্ষন নাই। দেখতে হুবুহু মানুষের মতোই, আচরনে পশু তাই মানুষ খুজতে গিয়া আমি আমার মাঝে পশু পা...

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০১৪

undefined undefined

পিরিতির কি ফল

জলের বুকে পদ্দ ফুঠে ফুটে শাপলা শালুক সেই জলেতেই থাকে আবার সাপ কিংবা জুক। প্রেম তেমনি এক জল ফুঠায় স্বপ্ন রাশী রাশী আবার পোষা সাপ মারে বিষাক্ত ছুবল প্রেমে পড়লে বুঝবেরে পিড়িতির কি ফল...

রবিবার, ৭ ডিসেম্বর, ২০১৪

undefined undefined

কোল মানের ভয় করেনা প্রেমিকরা

কোল মানের ভয় করেনা প্রেমিকরা জাত গেলে তার কি আসে যায় জাতের নাম ধুয়ে পানি খেলে প্রেম কি পাওয়া যায়...

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪

undefined undefined

মা তোর ছেলে

মা তোর ছেলে কলম ছেড়ে অশ্র ধরেছে হিংসার খেলায় মেতে উঠেছে। মা দেখেছিস তোর ছেলে কতো বদলে গেছে খুনের পর খুন করেও পিপাসা না মিঠে। রক্ত দেখে পায়না ভয় তোর ছেলের অশ্রের আগাতে রক্তের স্রোত বয়। খুন খুন খুন ছাড়া কিছুই বুজে না তাজা প্রাণ কেরে নিতে হাত কাপেনা। মা তোর ছেলেকে তুই ছেলে বলিসনা সন্ত্রাস কখনো কোন মায়ের ছেলে হয় ন...

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪

undefined undefined

বিদায় সুরঞ্জনা

চলে যাচ্ছি হে শহর নিজের ঠিকানায়, চলে যাচ্ছি হে নগর আপন ভুবনে, বিদায় প্রিয়তমা, বিদায় সুরঞ্জনা বিদায় ভালো থেক তুমি সুরঞ্জনা..........

সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪

undefined undefined

গরম তেলে জল ডালিলে

গরম তেলে জল ডালিলে যেমন কলকলায় তেমন কষ্ট দিলিরে তুই আমার অন্তরায় রে আমার অন্তরায়....

শনিবার, ১ নভেম্বর, ২০১৪

undefined undefined

প্রেমিক মাতাল কান্দে

নিষি জাগে চান্দেরে বন্ধু নিষি জাগে চান্দে নিষি জাইগা তোমার লাগি এই মাতালে কান্দেরে বন্ধু প্রেমিক মাতাল কান্দে..........