বাংলাদেশের ঢাকা বিভাগের ইতিহাস ঐতিহ্যের সুপ্রাচীন একটি জেলা কিশোরগঞ্জ। হাওর-বাওর ও সমতলভূমির বৈচির্ত্যময় ভূ-প্রকৃতির একটি বিস্তীর্ন জনপদ এই কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জে জেলার ভৌগোলিক আয়তন প্রায় ২,৬৮৮ বর্গ কিলোমিটার। ২,৬৮৮ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলায় রয়েছে ১৩টি উপজেলা, ১৯টি থানা, আটটি পৌরসভা ও ১০৮ টি ইউনিয়ন পরিষদ।...
পাগলের প্রলাপ ২০১৭ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পাগলের প্রলাপ ২০১৭ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
undefined
undefined
সোমবার, ১৪ আগস্ট, ২০১৭
undefined
undefined
বর্তমান সমাজে অবিবাহিত শিক্ষিত যুবকদের তুলনায় অবিবাহিত শিক্ষিত যুবতিদের সংখ্য অনেক বেশী। আর এই পার্থক্যের প্রভাব ইতি মধ্যে সমাজে বেপক ভাবে বিস্তার করছে ফেলেছে। অধিকাংশ শিক্ষিত মেয়েদের মা বাবা ভাই তথা অভিভাবকগন এখন আর শিক্ষিত মেয়েদের অভিভাবক হয়ে গর্ববোধ করতে পারেননা। বরং শিক্ষিত মেয়েদেরকে অভিশাপ মনে করেন তারা। আর এই অভিশাপ...
undefined
undefined
আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীর এতো অভাব হবে যে, বিএনপি প্রার্থী খুজেই পাবেনা। আর যাও পাবে তা সাধারণ ভোটারদের এতোই অপরিচিত থাকবেন যে, সাধারণ ভোটাররা আগে কোন দিন নাম গন্ধ শুনেছেন বলে মনে হবেনা।
আগামী নির্বাচনে আওয়ামীলীগের এতোই প্রার্থী হবে যে, আওয়ামীলীগ নিজেইরাই সঠিক প্রার্থী নির্বাচনে ব্যর্থ হবে। আর এতে সাধারণ ভোটারদের...
undefined
undefined
ব্যারিস্টার মওদুদ আহমেদ একজন সুযোগ সন্ধানি মানুষ। সুযোগ সন্ধানী মানুষ গুলি কেমন হয় তা এদেশের নাগরিকদের অজানা নয়।
তিনি আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মপক্ষ সমর্থন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তাকে প্রথম পোস্ট মাস্টার জেনারেল করা হয়।
পরে দেশের প্রথম সামরিক শাসক জিয়াউর...
undefined
undefined
একজন অপরাধীর নিযুক্ত আইনজীবীই প্রধান সাক্ষী অপরাধীর অপরাদের। কারণ অপরাধী নিজের মামলা সঠিক ভাবে পরিচালনার জন্য তার নিজের নিযুক্ত আইনজীবীর কাছে নিজের অপরাধ বা দোষ স্বীকার করেন বা স্বীকার করতে বাধ্য হোন। কিন্তু অপরাধীর নিযুক্ত আইনজীবী অপরাধীর সমস্ত অপরাধ জানা সত্বেও অপরাধীর পক্ষে মামলা চালিয়ে যান। কিন্তু কেন তা চালিয়ে যান...
মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
undefined
undefined
ঘুষবিহীন যে সরকারি কোন চাকরি হয়না, এদেশের কোন গর্দভের ও তা অজানা নয়। যদিও এদেশে এখন গর্দভ আছে কিনা তা আমার জানা নেই। হয়তো বহু আগেই তা বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু না ঘুষ এখনো বিলুপ্ত হয়নি। বরং কয়েকগুণ বেড়ে গেছে। ঘুষ দিয়ে সরকারি চাকরি নেওয়া কর্মকর্তা কর্মচারী কখনোই ঘুষ নেবেননা এমনটা কল্পনা করাটাও গর্দভের কাজ। ঘুষ দিয়ে চাকরি...
undefined
undefined
ঢাকা শহরে সিটিং সার্ভিসের নামে চিটিং সার্ভিসে অতিরিক্ত অর্থ ব্যয় হলেও সিটিং সার্ভিস বন্ধে ঢাকা বাসীর যা ভোগান্তি হচ্ছে তার অর্ধেক ভোগান্তি কয়েক দিন আগেও ছিলনা । এই ভোগান্তিতে ভোগছেন সবচেয়ে বেশী ছাত্রছাত্রী, নারী ও প্রতিবন্ধিরা। এখন প্রশ্ন ঢাকাবাসীর হাজার হাজার ভোগান্তির ভিড়ে এই নিত্য নতুন ভোগান্তি সৃষ্টির...
undefined
undefined
সুরঞ্জনা হয়তো তার প্রেমিক মাতালকে গুগল কিংবা ফেইসবুক সার্চবক্সে খোঁজে বেড়ায়। যদি সত্যিই খুঁজে বেড়ায় তবে নিশ্চই সে নিরাস হয়ে ফিরে যায়না। কারণ দুই জায়গাতেই প্রেমিক মাতালের শক্ত অবস্থান। আর এই অবস্থান অর্জন একমাত্র সুরঞ্জনার জন্য। যাতে সে তার প্রেমিক মাতালকে খুব সহজে খোঁজে নিতে পারে। জানি তার জন্য সুরঞ্জনা প্রেমিক মাতালকে...
undefined
undefined
প্রেমিক মাতাল সুরঞ্জনাকে নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়। প্রেমিক মাতাল আর সুরঞ্জনার প্রণয় বিচ্ছেদে সরকার দলকে দ্বায়ী করছে বিরোধী দল। তাই আবেগে আপ্লুত হয়ে বিরোধী দল ৫জুন সুরঞ্জনার জন্মদিনে প্রণয় হরতালের ডাক দিয়েছে। এবং ঐ দিন সকল স্থরের প্রেমিক প্রেমিকাকে শান্তিপূর্ণ ভাবে হরতাল সফল করার আহবান জানানো হয়েছে। স্বপ্নটা দেখেছে...
undefined
undefined
প্রতিটি ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করা মানুষের কাজ। কোন কোন অমানুষের কাজ এটা নাও হতে পারে। অমানুষের দ্বারা মানুষ বিপদগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হবে এটাই স্বাভাবিক। তাই অমানুষগুলিকে মানুষ হিসেবে গড়ে তুলা প্রতিটি মানুষের দ্বায়িত্ব। অমানুষ গুলিকে এড়িয়ে চলা হয়তো আপনাকে বিপদগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি দেবে। কিন্তু তাতে...
মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
undefined
undefined
যে দেশে সাবেক প্রেসিডেন্টের স্ত্রী বা সন্তান প্রধানমন্ত্রী হোন।
যে দেশে প্রেসিডেন্টের সন্তান তার আসনে এমপি হোন।
যে দেশে সাবেক মন্ত্রির স্ত্রী বা সন্তান এমপি বা মন্ত্রী হন।
যে দেশে রাজনৈতিক বকলম, খ্যাতিমান শিল্পপতি, বিখ্যাত কোম্পানির মালিক, অমুক তমুক ব্যবসায়ী এমপি হোন।
যে দেশে সাবেক মেয়রের সন্তান মেয়র হোন।
সে দেশে কোন...
undefined
undefined
সারাদিনের ইনকাম পঞ্চাশ টাকা নিয়ে কর্মস্থল থেকে পায়ে হেটে ফিরছিলাম। পথিমধ্যে ১০টাকার সিগারেট কিনে নিলাম। এক সময় খুব বেশী সিগারেট খেতাম। তাও আবার নামিদামি ব্রান্ডের। এখন আর আগের মতো নামিদামি ও অসংখ্য সিগারেট খাওয়া হয়না অভাবের তারনায়। বলা যায় অভাবটা এই দিক দিয়ে প্রজেটিভ। তো যাই হোক এক কিলোমিটার পায়ে হাটার পরে ফুটপাতে...
বুধবার, ২৯ মার্চ, ২০১৭
undefined
undefined
আমরা প্রতিদিন নতুন কতো কিছু দেখছি আর নতুন কতো কিছু শিখছি। এইতো আজ দেখলাম ডাস্টবিনের মোড়ে চার পাঁচটা কুকুর খাবার নিয়ে কাড়াকাড়ি করছে। কুকুরগুলি কিছুক্ষণ পর নিজেরা নিজেরা খাবার নিয়ে ঝগড়া লেগে একটি কুকুর আরেকটিকে কুকুরকে তাড়িয়ে দিচ্ছে। এভাবে একটি কুকুর আরেকটা কুকুরকে তাড়াতে তাড়াতে সবগুলি কুকুর চলে গেল।
কিন্তু না এখানে...
সোমবার, ৬ মার্চ, ২০১৭
undefined
undefined
২০১২ সালের ঠিক এই দিনটিতে তিনি চলে গেছেন আমাদের ছেড়ে চিরতরে না ফেরার দেশে। কিন্তু আজও তিনি চলে যেতে পারেননি আমাদের অন্তর থেকে। জি আমি প্রিয় অভিনয়শৈলি খ্যাতিমান অভিনেতা হুমায়ুন ফরিদি'র কথা বলছি।
আজ সেই খ্যাতিমান অভিনেতার পঞ্চম মৃত্যু বার্ষিকী। খ্যাতিমান অভিনেতা হুমায়ুন ফরিদি তার অভিনয় দিয়ে "ভন্ড" ছবির মধ্য দিয়ে যেমন...
undefined
undefined
এই তো কিছুক্ষন আগে কুকিল ডেকেছে। মনে করিয়ে দিয়েছে বসন্ত দোয়ারে দাঁড়িয়ে। শুধু একটি নতুন সূর্যের অপেক্ষায় প্রতিটি বাঙ্গালির প্রাণ মন অন্তর।
শীতের এই বিদায় বেলা কিছুটা ব্যদনা মনে জমা হলেও তা কেটে যায় বসন্তের আগমনে। বাংলার ছয় ঋতুর রাজা ঋতুরাজ বসন্ত। এই বসন্ত নিয়ে কতো শত কবি রচনা করেছেন কতো শত কাব্যমালা। এই বসন্ত এলে এখনো...