বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪

যেখানে সুখ খেলা করে

খুঁজেছি অনেক, তোকে তোর শহরে
পত হারিয়েছি আমি কবেই,
তোর মনের অন্তপুড়ে।

তুই পিচু ফিরে দেখিসনি,
আমি তোর কতোটা দূরে
আমি তোর পিচুই ছিলাম,
হটাত আঁধার ডেকে দিল মোরে।

হারালাম তোরে সেই আধারের ঘোরে
তুই মোটেও হারাসনি মোরে
ইচ্ছে করেই চলে গেলি আলেয়ার থেকে দূরে
ঐ দূরে বহু দুরে, যেখানে সুখ খেলা করে।

কোন মন্তব্য নেই: