শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪

দেখা হবে আবার

কুড়িয়ে নিয়েছিলাম অনেক সুখ কাশের বনে
ধুয়ে নিয়ে গেছে আবার তা শ্রাবনের প্লাবনে।
কিঞ্চিৎ রেখে গেছে, যা শধু জ্বালা ময়
ধুয়ে নেক তাও, নেই হারানোর ভয়।



ক্লান্ত মন আজ, ক্লান্তির অম্নেষণে
পুরনো আমি সেই পুরনো কাশের বনে।
ওমা একি এই শরৎ ক্ষনে,
কাশ নেই সেই কাশের বনে।

কাশবন আজ শহর হয়েছে
ইট পাথরের দালানে হারিয়ে গেছে।
রয়ে গেছে পুরনো সেই বট গাছ
যার পিট ছিড়ে লিখে ছিলাম দেখা হবে আবার।

কোন মন্তব্য নেই: