কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

undefined undefined

আমি কি বেচে আছি নাকি মরে গেছি, জানিনা

একদিন একরাতের অন্ধকারে একএকা অচেনা এক পথে ধরে হাটতে হাটতে পথ পারিয়ে ঢুকে পরি এক গভীর অরণ্যে।  অরণ্য মানে গণজঙ্গল। না আমাদের সুন্দরবনের মতো সুন্দর জঙ্গল নয়, কিংবা সিলেট শ্রীমঙ্গল বা আমাদের পার্বত্য অঞ্চলের মতো মন জোরানো বনবাদার নয়। এ এক ভংকর বন জঙ্গল। বনে ছোট ছোট দুব্রা ঘাসগুলিকে দেখে মনে হয় মানুষ খেকো। আর ছোট ছোট...

শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

undefined undefined

সুরঞ্জনা তোমার জন্য উড়োচিঠি - প্রেমিক মাতাল

জানো সুরঞ্জনা সারাদেশে রটে গেছে প্রেমিক মাতাল সুরঞ্জনা প্রেম কাহিনী। অথচ কেউ জানেনা চিনেনা কে প্রেমিক মাতাল কে সুরঞ্জনা? সবার মধ্যে কতো আগ্রহ প্রেমিক মাতালকে দেখার জন্য। তাদের মধ্যে ছেলেদের চেয়ে মেয়েদের হার বেশী। জানো সুরঞ্জনা এই দশ বছরে তোমার আমার প্রেমের গল্প জেনে কয়েক হাজার মেয়ে আমার প্রেমে পড়েছিল। অথচ কেউ মাকে কোনদিন...

সোমবার, ২২ জুন, ২০২০

undefined undefined

গীতিকাব্যঃ আমি মরি মরি

গীতিকাব্যঃ আমি মরি মরি আমি মরি মরি মরি সখি গো মরি, তরি প্রেমও জ্বালাতনে আমি বাচি বাচি বাচি সখি গো, বাচি তরি প্রেমও ছায়াতনে বাচি মরি, মরি বাচি, সখি গো বলো কি এখন করি সখি বুঝিনা আছি কি বাচি নাকি গেছি অকালে মরি? তরি প্রেমের ডরে সখি গো, সখি নরকে যাইতে না ডরাই তরি প্রেমের সুখে সখি গো, সখি স্বর্গ যাওয়ার ইচ্ছা আমার নাই। প্রেমে...

সোমবার, ১৫ জুন, ২০২০

undefined undefined

কে রেখেছে তার মুসলমানের নাম রফিকুল ইসলাম?

কে রাখিয়াছে খোকা তোমার নাম রফিকুল ইসলাম?তুমি তো জানোনা খোকা কে তোমার মা? কি তোমার বাবার নাম? তুমি তো বলিলে জাননা তোমার কোথায় জন্ম?কোথায় বাড়ি ঘর? চিননা তুমি কে তোমার আপন? কে তোমার পর? জাননা তুমি তোমার পিতা মাতা হিন্ধু মুসলিম নাকি খ্রিষ্টান? বল খোকা বল তুমি কোথায় পেলে এতো সুন্দর মুসলমানের নাম? শুন সেবার আমি গিয়েছিলাম...
undefined undefined

পৃথিবী আমার নয়, আমি পৃথিবীর

আমি বিশ্বাস করিনি এ পৃথিবী আমার নয়, অথচ সেদিনও পৃথিবী আমার দাবী করেছি। আজ যখন পৃথিবী তার মালিকানা ফিরিয়ে নিচ্চে সাথে নিয়ে যাচ্ছে মানুষরুপি আমাকেও। আজ জানলাম পৃথিবী আমার নয়, আমি পৃথিবীর আজ জানলাম পৃথিবীর মালিক মানুষজাতি নয়, মানবজাতির মালিক বরঞ্চ বহুকাল পৃথিবী। আজ দেখলাম পৃথিবী তাকে মানুষের থেকে মুক্ত করে নিজেকে সাজাচ্ছে...