বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

কবিতা তুমি কার কাব্যের নাকি আমার


তুমি আমার গদ্য কবিতা হবে, কাব্যিক  নয়
বাস্তবতার আগাতে ধংষত্বক বাস্তব জীবনে?
তুমি আমার ছন্দ কবিতা হবে, কাব্যিক নয়
বাস্তবতার আগাতে ছন্দবিহীন বাস্তব জীবনে?



কাব্যিক জীবনে অনেকেই তো কবিতা হয়েছে
বহুবার বহু রুপে, তাল বেতাল লিখনিতে।
হয়েছি আমি প্রেমের পূজারী সেই কবিতাদের
করেছি কাগজ কলমের বৃথা অপচয়।

নিত্য নতুন কাব্যের সাথে, নিত্য নতুন কবিতার জন্ম
নিত্য নতুন কবিতারাই, কবিতা হয়েছিল কাব্যিক জীবনে।
বিস্বাদ জীবনে কাব্য সৃষ্টির ক্ষমতা হারালো কবি,
কবিতারাও কাব্যিক জীবন থেকে নিয়েছে বিদায়।
তাই তো কবির আত্তচিৎকার কবিতা তুমি কার
কাব্যের নাকি আমার ?

তুমি আমার গদ্য কবিতা হবে, কাব্যিক  নয়
বাস্তবতার আগাতে ধংষত্বক বাস্তব জীবনে?
তুমি আমার ছন্দ কবিতা হবে, কাব্যিক নয়
বাস্তবতার আগাতে ছন্দবিহীন বাস্তব জীবনে?

কোন মন্তব্য নেই: