শনিবার, ৩১ জানুয়ারী, ২০১৫

কপাটখানা

স্মৃতি অভিমানে মনের কপাট আলতো করে খোলে দেয়নি আজ।
ভিশন অভিমানে হিংস্র হয়ে ধপাশ করে ভেঙ্গে দিল মনের মরিচিকা ধরা কপাটখানা।
মনের সেই কপাটখানা জোরা নেবেনা জানি আর মৃত্যু অবধি।
ভাঙ্গাই থেকে যাবে মনের জরাজীর্ণ গোপন ঘরের কপাটখানা।
কেউ খুলে ছিল তা বহুকাল আগে আলতো পরশে
আবার এটে দিয়েছিল বিষণ আঘাতে বিদায় বেলা।
আজ ভেঙ্গে দিল স্মৃতি তা চিরকালের জন্য চিরচেনা সেই কপাটখানা।


কোন মন্তব্য নেই: