আমি অগ্নির মতো উত্তপ্ত,
রক্তের মতো লাল,
আমি পাথরের মতো কঠিন
মোমের মতো হইনা শেষ।
আমি অস্ত্রদারী নই,
তবু অস্ত্রের চেয়ে ভয়ানক,
আমি হীরার মতো দামি,
সোনার মতো পুড়ে খাঁটি।
আমি সমুদ্রের মতো অসংখ্য ঢেউ,
সুরমার মতো বাকা,
আমি রাগি,আমি বিষাক্ত,আমি হায়না,
আমি সর্বহারা,কাল বৈশাখী,
সিডরের মতো উত্তাল ভয়ানক।
আমি জগন্য,নির্বিকার,আধারের মতো কালো
আমি দাজ্জাল,রাক্ষস,ডাইনির মতো হিংস্র।
আমি ডেঞ্জার লেখা মরণ ফাঁদ
যার মৃত্যুর নেই ভয়।
আমি ঘড়ির কাটার মতো টিক টিক করে
বিপদ ঘন্টা বাঁজাই,
করে দেই নিঃস্তব্দ,নিরব,নিথর,একাকার।
আমি বিশাল,আমি অক্ষত,আমি কালো জয়ী,
আমি ধংষ,আমি সর্বনাশ,
গোলাকার উল্কার মতো
পুড়িয়ে সব করবো ছাই।
রক্তের মতো লাল,
আমি পাথরের মতো কঠিন
মোমের মতো হইনা শেষ।
আমি অস্ত্রদারী নই,
তবু অস্ত্রের চেয়ে ভয়ানক,
আমি হীরার মতো দামি,
সোনার মতো পুড়ে খাঁটি।
আমি সমুদ্রের মতো অসংখ্য ঢেউ,
সুরমার মতো বাকা,
আমি রাগি,আমি বিষাক্ত,আমি হায়না,
আমি সর্বহারা,কাল বৈশাখী,
সিডরের মতো উত্তাল ভয়ানক।
আমি জগন্য,নির্বিকার,আধারের মতো কালো
আমি দাজ্জাল,রাক্ষস,ডাইনির মতো হিংস্র।
আমি ডেঞ্জার লেখা মরণ ফাঁদ
যার মৃত্যুর নেই ভয়।
আমি ঘড়ির কাটার মতো টিক টিক করে
বিপদ ঘন্টা বাঁজাই,
করে দেই নিঃস্তব্দ,নিরব,নিথর,একাকার।
আমি বিশাল,আমি অক্ষত,আমি কালো জয়ী,
আমি ধংষ,আমি সর্বনাশ,
গোলাকার উল্কার মতো
পুড়িয়ে সব করবো ছাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন