বুধবার, ২৫ মার্চ, ২০১৫

ভেজা ঘাস

কতো কুয়াশা ভেজা ঘাস শুখালো
পৌষের দুপুরের ক্লান্ত রোদে।
কতো বৃষ্টি ভেজা ঘাস পুড়ালো
চৈত্রের দুপুরের কাঠ ফাটা রোদে।


আমিও ভিজেছি বহুবার কুয়াশা ভেজা ঘাসের মতোই,
আবার শুখিয়েছি পৌষের দুপুরের ক্লান্ত রোদে।
আমিও স্নান করেছি বারংবার বৃষ্টি ভেজা ঘাসের মতোই,
আবার পুড়েছি চৈত্রের দুপুরের কাঠ ফাটা রোদে।

ভেজা ঘাস সেতো তবুও শুখাইয়া পুড়িয়া প্রাণবন্ত শ্রাবনে
আর আমার শুখিয়ে, পুড়িয়ে যাওয়া ছাই গুলি বাসিয়ে নিল শ্রাবনের প্লাবনে।



  • অন্যান্য
  • ইন্টারনেটে আয়
  • কবিতা
  • কাজী নজরুল ইসলাম
  • গল্প
  • গান
  • ছোট গল্প
  • পাগলের প্রলাপ
  • ফেইসবুক সলিউশন
  • বিজয় দিবস
  • বিজয় দিবস
  • ব্লগ বিষয়ক
  • ভিওয়ার ও ফলওার বাড়ান খুব সহজ পদ্ধতিতে


  • কোন মন্তব্য নেই: