শনিবার, ৩ আগস্ট, ২০১৯

বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মাছের মেলা



27 জুলাই, 2019 তারিখে প্রিমিয়ার হয়েছে পোড়াদহ মেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রাচীন লোকজ মেলা। বগুড়া জেলা শহর হতে ১১ কিলোমিটার পূর্বদিকে ইছামতি নদীর তীরে পোড়াদহ নামক স্থানে প্রতি বছর যে মেলা বসে তাই “পোড়াদহ মেলা” নামে পরিচিত। বাংলাদেশে যে কয়টি গ্রাম্য মেলা পুরাতন জৌলুষ নিয়ে সগর্বে টিকে আছে তার মধ্যে বগুড়ার 'পোড়াদহ মেলা' অন্যতম। প্রায় চার শত বছর পূর্বে শুরু হওয়া মেলাটি আজও তার পুরাতন ঐতিহ্য ধরে রেখেছে। পোড়াদহ মেলার প্রধান আকর্ষণ মাছ। মেলায় পাওয়া যায় বিভিন্ন প্রজাতির হরেক রকমের বড় বড় মাছ। বড় বড় মাছ গুলো প্রথমে ভোর বেলায় মেলায় স্থাপিত অস্থায়ী আড়ৎগুলোতে এসে জমা হয়। সেখান থেকে খুচরা ব্যবসায়ীরা মাছগুলো কিনে মেলার নিজ নিজ দোকানে নিয়ে যায়। দোকানগুলোতে দিনভর কেনাকাটা চলতে থাকে। মেলায় আসা বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে উল্লেখযোগ্য হলো রুই, কাতলা, মৃগেল, বোয়াল, সিলভার কার্প, কালবাউশ, পাঙ্গাস মাছ ইত্যাদি। মেলায় সবচেয়ে বেশি বিক্রয় হয় 'বাঘা আইড়' মাছ স্থানীয় ভাবে যাকে 'বাগাইড়' মাছ বলা হয়। মেলায় দুই মন থেকে আড়াই মণ ওজনের বাঘা আইড় পাওয়া যায়। এছাড়া পনের থেকে বিশ কেজি ওজনের রুই কাৎলা পাঙ্গাস মাছ পাওয়া যায়। চলুন আর কথা না বাড়িয়ে ছবি আর গল্পে দেখে আসি পোড়াদহ মাছের বাজারের গল্পটুকু... ঢাকা বাংলাদেশ সিলেট প্রকৃতি ভ্রমন কিশোরগঞ্জ পর্যটন নৌভ্রমন "ভালবাসি বাংলাদেশ" bangladesh dhaka sylhet ture travel "nice bangladesh" প্রতিবেদন documentory, প্রকৃতি, পরিবেশ, প্রমাণ্যচিত্র, ভালবাসি বাংলাদেশ, বিউটিফুল বাংলাদেশ, নাইস বাংলাদেশ, ভালবাসার বাংলাদেশ, এক মাছের দাম ১ লক্ষ ৫০ হাজার টাকা, The price of one fish is Tk 1,50,000 Pundro TV •

কোন মন্তব্য নেই: