সোমবার, ৪ মে, ২০১৫

ও চোখের মায়ায় পড়ে যাবে


ও দিকে তাকিও নৌজোয়ান,
ও চোখের মায়ায় পড়ে যাবে।
দেখ ঐ দূর নীল আকাশের তাকিয়ে
আকাশের নীলিমা আজ ফ্যাকাশে
ঐ দুচোখের চাহনিতে।
আমি কতো ডুব সাঁতার কেটেছি ঐ দু- চোখে
সাগরের নীলিমা ভেবে।
আমি কতো বার মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম
ঐ দুটি চোখে পাহাড়ারি ঝর্ণা ভেবে।
এতো আকাশ নয়, সাগর নয়, নয় কোন পাহারি ঝর্ণা।
এ যে দুটি চোখ, তার নেই কোন উপমা
ও দিকে তাকিও নৌজোয়ান,
ও চোখের মায়ায় পড়ে যাবে।

কোন মন্তব্য নেই: