গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৪ জুন, ২০২০

পথের মাঝে হারিয়ে গেছে আমার ভালবাসা

পথের মাঝে  হারিয়ে গেছে  আমার ভালবাসা

আমি পথের মানুষ পথেই থাকি, পথেই ঘর বাড়ি
পথের মাঝে ফুটে আবার, পথের মাঝেই ঝরি।
পথের মাঝে স্বপ্ন আমার, পথেই মাঝেই আশা
পথের মাঝে হারিয়ে গেছে, আমার ভালবাসা।

আমি পথের মাঝে সুখ খুজে পাই, শত দুঃখ ভুলে
পথের মাঝে পথ ভুলে যাই, নতুন পথ খুজার ছলে।
পথের মাঝে সুখে হাসি আমি, পথের দুঃখে কাদি
পথের মাঝে আমার হারিয়ে যাওয়া, ভালবাসা খুজি।

আমি পথের মাঝে পিতা খুজি, পথের মাঝেই মাতা
পথের মাঝে বুনি আমি আমার, নতুন কাব্যকথা
পথের মাঝে আমি দূরে সরে যাই, পথেই ফিরে আসা
পথের মাঝে খুজে পাবো আমি, আমার ভালবাসা।

আমি পথের সাথে সখ্যতা গড়ে, জীবনের গ্লানি টানি
পথের মাঝে  আমাতে আমি, পথেই আমায় চিনি।
পথের মাঝে যুগ ধরে বাচি আমি, পথেই যাবো মরে
পথের মাঝে ভালবাসার আশায়, আছি বারোটি বছর ধরে।

বুধবার, ২৪ জুলাই, ২০১৯

জেগে ওঠো বন্ধু সময়ের জোয়ারে


জেগে ওঠো বন্ধু সময়ের জোয়ারে
দাঁড়িয়ে জাগরণ তোমার মনের দুয়ারে
তুমি জাগলেই জাগবে দেশ ও জাতী
নিমিষেই ফুরাবে নিকষ কালো তিমির রাতি।

মেঘ দেখে আকাশে ভয় তুমি পেওনা
পেছনে কেউ নেই ভেবে ভীতু তুমি হয়না
তোমার সাহসী চিৎকারে থমকে যাবে অন্যায় অবিচার
পেছনে তাকিয়ে দেখ ষোল কোটি অনুসারী তোমার।

পাহাড়ের উচ্চতা দেখে ভয় তুমি পেওয়া
ষোল কোটি মানুষ তোমার সাহসের পেরনা
তুমি মাথা উচু করে দাড়ালে নিচু হবে সব ক্ষমতাধর
তোমার পাজরে জুরে যাবে ষোল কোটি নাগরিকের পাজর।

সাগরের বিশালতার গর্জনে কেঁপে তুমি উঠো না
নিজের অর্জিত আত্নবিশ্বাসে দুর্বল তুমি হওয়া
তুমি গর্জে উঠলে গর্জে উঠবে ষোল কোটি জনতা
তোমার ভাগ্য রেখায় ষোল কোটির ভাগ্যের সমতা।


পণ করেও আমার লিখনিকে থামাতে পারিনা। আমি তো আর লিখতে চাইনা। তবুও কেন লেখা ঘুরপাক খায় আমার মনের মাঝে। তবে কি আমার জন্মের এক বছর পরে মায়ের নেওয়া পরিক্ষায় কলম তুলে নিয়ে ছিলাম লেখালেখিটাকে ছাড়তে পারছি? না না আমি আর লিখতে চাইনা। লেখালেখি আমার মতো মুর্খের কাজ। লেখালেখিত শিক্ষিতদের কাজ। আমি তো গণ্ডমূর্খ।

রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬

কোন দিকে যাবিরে তুই ও আমার প্রেমিক মাতাল মন


উত্তরে ঢোল তবলা আর বাঁশীর সুরে লালন ও হাসন
দক্ষিনেতে ভক্তগনের রাধাকৃষ্ণের গুণ কীর্তন
পশ্চিমেতে জিকির মাহফিল আর তবারকের আয়োজন
প্রেমিক মাতাল বুঝিতে পায়না কোন দিকে তার মন
পুবেতে ধোয়া ধোয়া কুয়াশা মাখা নিরব অচেতন
কোন দিকে যাবিরে তুই ও আমার প্রেমিক মাতাল মন?

শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

যে অন্তরে প্রেমও খিদা, সেই অন্তরে আবার দ্বিধা


যে অন্তরে প্রেমও খিদা, সেই অন্তরে আবার দ্বিধা
খিদাতো মিঠেনা, দ্বিধাতো কাটেনা
কি করি বলো দয়াল, কি করি খুদা?

মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫

আজ তুমি কোথায় আমি কোথায়,কোথায় আমার বাবা মা বোন


দুই বোন আর মা বাবার সংসারে আমি ছিলাম একা
আমার একমাত্র আয়েই চলতো ছোট্ট সংসারটা
অভাব অনটনের মাঝেও সুখ ছিল কানায় কানায়
সেই সুখের মাঝেই আগমন হল তোমার এই হৃদয় সীমায়।
তোমার রুপ আর তোমার বাবার টাকার নেশায়
মাতোয়ারা হয়ে পালিয়ে গেলাম কোন এক অজানায়।
মা বাবা দুই লক্ষি বোনকে করে অন্নহারা।
আজ তুমি কোথায় আমি কোথায়,কোথায় আমার বাবা মা বোন?