তুই ফিরে আসিস তোর আঙ্গিনায় জোছনার প্লাবন এলে
তুই ফিরে আসিস তোর আঁধার কেটে ভোর হলে
তুই ফিরে আসিস তোর গগণে সূর্য দেখা দিলে
তুই ফিরে আসিস আরো একবার নতুন করে কাঁদবো বলে।
তুই ফিরে আসিস তোর পদ্ম পুকুর ভরে এলে
তুই ফিরে আসিস তোর মনেতে বসন্ত ছুয়ে দিলে
তুই ফিরে আসিস তোর ক্লান্ত দুপুর শান্ত হলে
তুই ফিরে আসিস আরো একবার নতুন করে হারাবো বলে।
তুই ফিরে আসিস তোর গুধুলির শেষ বেলা
তুই ফিরে আসিস তোর সন্ধ্যা বাতির আলোর মেলায়
তুই ফিরে আসিস তোর রাতের পাখির মধুর সুর শোনালে
তুই ফিরে আসিস আরো একবার নতুন করে স্নান করাতে স্মৃত্বির জলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন