গরম তেলে জল ডালিলে যেমন কলকলায়
তেমন কষ্ট দিলিরে তুই আমার অন্তরায় রে
আমার অন্তরায়...
মন ভাঙ্গিলি সাজানো ব্যথায়,ঘর করিলি একা
ঘর কোনো এই আমার মনে বড় ব্যথারে
মনে বড় ব্যথা...
চাইলাম তরে এই জগতে চির আপন করে
সেই কারনেই দু-চোখ জুরে নোনা জল ঝরে রে
নোনা জল ঝরে...
বুজলি না তুই এই আমারে,রাখলি না বুকের পাজর জোরে
ঠেলে দিলি যন্ত্রণার মহাসাগরে রে
মহাসাগরে...
গানের মানুষ ছিলাম আমি অচিন কোন সুরে
প্রেমে পরে দুঃখ জায়গা হয়না এই জীবনে রে
হয়না এই জীবনে...
তেমন কষ্ট দিলিরে তুই আমার অন্তরায় রে
আমার অন্তরায়...
মন ভাঙ্গিলি সাজানো ব্যথায়,ঘর করিলি একা
ঘর কোনো এই আমার মনে বড় ব্যথারে
মনে বড় ব্যথা...
চাইলাম তরে এই জগতে চির আপন করে
সেই কারনেই দু-চোখ জুরে নোনা জল ঝরে রে
নোনা জল ঝরে...
বুজলি না তুই এই আমারে,রাখলি না বুকের পাজর জোরে
ঠেলে দিলি যন্ত্রণার মহাসাগরে রে
মহাসাগরে...
গানের মানুষ ছিলাম আমি অচিন কোন সুরে
প্রেমে পরে দুঃখ জায়গা হয়না এই জীবনে রে
হয়না এই জীবনে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন