বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪

মা তোর ছেলে


মা তোর ছেলে কলম ছেড়ে অশ্র ধরেছে
হিংসার খেলায় মেতে উঠেছে।
মা দেখেছিস তোর ছেলে কতো বদলে গেছে
খুনের পর খুন করেও পিপাসা না মিঠে।
রক্ত দেখে পায়না ভয়
তোর ছেলের অশ্রের আগাতে রক্তের স্রোত বয়।
খুন খুন খুন ছাড়া কিছুই বুজে না
তাজা প্রাণ কেরে নিতে হাত কাপেনা।
মা তোর ছেলেকে তুই ছেলে বলিসনা
সন্ত্রাস কখনো কোন মায়ের ছেলে হয় না।


মা তোর লক্ষি ছেলে কাটে কতো জীবনে অলক্ষির আছড়
কতো বাবা মা ভাই বোন স্ত্রীর সন্তানের অভিশাপে জীবন বিভোর।
মা তোর ছেলের জন্য দু-হাত তুলে দো'আ করিস না......

মা কখনো যদি তোর ছেলে আইনের হাতে হয় জব্দ
দাঁড়ায় ফাঁসির কাঠগড়ায়
মা সেদিন তোর ছেলের দুটি গাল ভরে দিস চুমায় চুমায়।
মা তোর ছেলের শেষ পরিণতি দেখে অশ্রু ফেলিস না......

বিদায় সুরঞ্জনা





কোন মন্তব্য নেই: