ভাবের মানুষ হিংস্র বেজায়
বনের বাঘ ততো নয়
ভাবের মানুষ কাছে এলে
থাকে না যে বাঘের ভয়।
ভাবের লোকের এতোই ভাব
ভাবের মাঝেই ফেলে যে প্রভাব
আমি যেন আতুর ফতুর
সে যেন পূর্ণিমার চাঁদ।
ভাবের মাঝেই ঢুবায় চুবায়
ভাবেই করায় স্নান
আমি যেন ভাবের খুড়াক
সে ভাবের আসমান।
এই প্রেমিক মাতাল বলে
ভাবেতে মজিলে
জীবন যায় জলে ছলে
ভাবে মজে কোন মাতালে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন