দুই বোন আর মা বাবার সংসারে আমি ছিলাম একা
আমার একমাত্র আয়েই চলতো ছোট্ট সংসারটা
সেই সুখের মাঝেই আগমন হল তোমার এই হৃদয় সীমায়।
তোমার রুপ আর তোমার বাবার টাকার নেশায়
মাতোয়ারা হয়ে পালিয়ে গেলাম কোন এক অজানায়।
মা বাবা দুই লক্ষি বোনকে করে অন্নহারা।
আজ তুমি কোথায় আমি কোথায়,কোথায় আমার বাবা মা বোন?
তোমার বড় লোক বাবা করলো আমার নামে মামলা
আমি হলাম পলাতক আসামি।
তুমি ফিরে গেলে তোমার বাবার কাছেই
আমি হলাম ভালবাসার স্বৈরাচার।
শুধু ছন্যছাড়া আমি ছন্যছাড়া আমার বাবা মা ভাই বোন।
আজ তুমি কোথায়, আমি কোথায়, কোথায় আমার বাবা মা বোন?
শুনেছি তোমার বড় লোক বাবা তোমায় আবার দিয়েছেন বিয়ে
আমার কাবিননামার তোয়াক্কা না করে।
তুমিও মানিয়ে নিয়েছো তোমার তোমার নতুন স্বামির সংসারে
হয়েছো এক সন্তানের জননী।
আর আমার ফুটপাতেই কাটে পলাতক জীবন।
আজ তুমি কোথায়, আমি কোথায়, কোথায় আমার বাবা মা বোন?
শুনেছি বুড়ো মা বাবার সংসারের হাল ধরেছে
পনের বছরের রেখা আসা ছোট্ট বোনটি।
তার বড়টি বিয়ে করেছে,
ভালই আছে স্বামি সন্তান নিয়ে।
আমার মতো সেও হয়েছে স্বার্থপর
রাখেনা মোটেও মা বাবা আর ছোট্ট বোনটির খবর।
একটু ভুলে তচনচ হলো আমার এ জীবন
আজ তুমি কোথায়, আমি কোথায়, কোথায় আমার বাবা মা বোন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন