শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

যে অন্তরে প্রেমও খিদা, সেই অন্তরে আবার দ্বিধা


যে অন্তরে প্রেমও খিদা, সেই অন্তরে আবার দ্বিধা
খিদাতো মিঠেনা, দ্বিধাতো কাটেনা
কি করি বলো দয়াল, কি করি খুদা?



আমি যারে ভালবাসলাম, সে আমারে বাসলানা
যার আরাধনায় বেলা গেল, বেলা শেষে এলোনা।
অন্তরে তাই প্রেমও খিদা, সেই অন্তরে আবার দ্বিধা
খিদাতো মিঠেনা, দ্বিধাতো কাটেনা
কি করি বলো দয়াল, কি করি খুদা?

প্রেম নেশায় মাতিয়া, নিজেরেই নিজে গেলাম ভুলিয়া
বইসা রইরাল তার অপেক্ষেয়ায়, মনের কপাট খুলিয়া
অন্তরে তাই প্রেমও খিদা, সেই অন্তরে আবার দ্বিধা
খিদাতো মিঠেনা, দ্বিধাতো কাটেনা
কি করি বলো দয়াল, কি করি খুদা?

এই প্রেমিক মাতাল বলে, প্রেমেতে মাতাল হলে
লক্ষভ্রষ্ট হওয়া সেতো অবাক কিছু নয় ।
অন্তরে তাই প্রেমও খিদা, সেই অন্তরে আবার দ্বিধা
খিদাতো মিঠেনা, দ্বিধাতো কাটেনা
কি করি বলো দয়াল, কি করি খুদা?

কোন মন্তব্য নেই: