মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪

বিদায় সুরঞ্জনা

চলে যাচ্ছি হে শহর নিজের ঠিকানায়,
চলে যাচ্ছি হে নগর আপন ভুবনে,
বিদায় প্রিয়তমা, বিদায় সুরঞ্জনা বিদায়
ভালো থেক তুমি সুরঞ্জনা.........

চেনা শহরটা অচেনা হবে
সুরঞ্জনা আড়ালে কাঁদবে
প্রেমিক মাতাল হবে পথ ভুলা
অচেনা পথে হবে পথ চলা.........

হাতে হাত রেখে পথ চলা স্মৃত্বি হবে
সুরঞ্জনার অশ্রু ঝরবে
প্রেমিক মাতাল হবে প্রেমহারা
আবেগি মনের স্মৃত্বি খোড়া.........

কবিতার চাওয়া গুলি হবেনা পাওয়া
পাওয়া গুলি হবে আহত চাওয়া
সুরে সুরে বাঁধা কথা গুলি হবে না গান
সুরটা ফিরে আর পাবেনা প্রাণ.........

মা তোর ছেলে




কোন মন্তব্য নেই: