আমি পথের মানুষ পথেই থাকি, পথেই ঘর বাড়ি
পথের মাঝে ফুটে আবার, পথের মাঝেই ঝরি।
পথের মাঝে স্বপ্ন আমার, পথেই মাঝেই আশা
পথের মাঝে হারিয়ে গেছে, আমার ভালবাসা।
আমি পথের মাঝে সুখ খুজে পাই, শত দুঃখ ভুলে
পথের মাঝে পথ ভুলে যাই, নতুন পথ খুজার ছলে।
পথের মাঝে সুখে হাসি আমি, পথের দুঃখে কাদি
পথের মাঝে আমার হারিয়ে যাওয়া, ভালবাসা খুজি।
আমি পথের মাঝে পিতা খুজি, পথের মাঝেই মাতা
পথের মাঝে বুনি আমি আমার, নতুন কাব্যকথা
পথের মাঝে আমি দূরে সরে যাই, পথেই ফিরে আসা
পথের মাঝে খুজে পাবো আমি, আমার ভালবাসা।
আমি পথের সাথে সখ্যতা গড়ে, জীবনের গ্লানি টানি
পথের মাঝে আমাতে আমি, পথেই আমায় চিনি।
পথের মাঝে যুগ ধরে বাচি আমি, পথেই যাবো মরে
পথের মাঝে ভালবাসার আশায়, আছি বারোটি বছর ধরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন