পাগলের প্রলাপ ২০১৬ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পাগলের প্রলাপ ২০১৬ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

ভুলে যাওয়াটা আমাদের জাতিগত সমস্যা


জানী সবাই ভুলে গেছেন তাই সবাইকে মনে করিয়ে দিচ্ছি একজন মানুষের কথা। যাকে কে বা কারা কুমিল্লার ময়নামতি ক্যান্টমেন্টে ধর্ষণ করে হত্যা করেছে। যদিও মেয়েটার লাশ কবর থেকে তুলে পুনরায় তদন্ত কমিটি বলেছে মেয়েটিকে ধর্ষণ করা হয়নি।
জানী তো এখন ঠিকি মনে পরেছে আপনাদের। মনে তো পরবেই কারন আমরা সব সময়ই ভুলে গিয়ে আবার মনে করি বলেই আমরা বাংলাদেশী বলে মনে পরে মাঝে মধ্যে। না হয় কবেই ভুলে যেতাম যে আমরা বাংলাদেশী। যদিও আমরা বাংলাদেশী মনে পরার অনেক গুলি কারন আছে। যেমন ২১শে ফেব্রুয়ারী, ২৬শে মার্চ, পহেলা বৈশাখ,  ১৬ই ডিসেম্বর ইত্যাদি ইত্যাদি।

বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬

পুলিশ প্রশাসন উনাদের ব্যর্থতার জন্য আমাদেরকে সময়ের প্রাচীরে বন্ধী করে দিচ্ছেন


পুলিশ প্রশাসন উনাদের ব্যর্থতার জন্য আমাদেরকে সময়ের প্রাচীরে বন্ধী করে দিচ্ছেন।

গত বছরের পহেলা বৈশাখে বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যৌন নিপীড়নের ঘটনার অপরাধীদের ধরতে ব্যর্থতার জন্য পুলিশ প্রশাসন এবার আমাদেরকে সময়ে প্রাচীরে বন্ধী করে দিচ্ছেন।

সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

‘আবারো ধর্ষণ” এর জন্য দায়ী কে বা কারা?


তনু ধর্ষণ ও হত্যার আসামি ধরার আগেই আবারো ধর্ষণ।

গত রাতে টাঙ্গাইলের মধুপুরে বিনিময় পরিবহনের বাসে এক নারীকে দলবেঁধে ধর্ষণের করে বাস চালক ও তার সহকর্মীরা।
আজ প্রতিটি অনলাইন নিউসে দেখা যাচ্ছে হাইলাইটস আকারে এই নিউসটা।
কেন এতো ঘনঘন ধর্ষণ এর ঘটনা গঠছে?
কেন ধর্ষণটা আমাদের দেশে মহামারী আকার ধারণ করছে।
এর জন্য কে বা কারা দায়ী?
আমার মতে এর জন্য সবচেয়ে বেশী দায়ী অকার্যকর বিচার ব্যবস্থা।

শনিবার, ২৬ মার্চ, ২০১৬

ধর্ষণ এর শাস্তি ধর্ষণকারীর যৌনাঙ্গ কেটে ফেলা হোক


তনুর ধর্ষণ ও হত্যা আমাকে যে শুধু ব্যতিত করেছে তা কিন্তু নয় । করেছে আমাকে প্রতিবাদীও । এই প্রতিবাদের পিছনে আমারো স্বার্থ আছে । কারন আমারো একটা লক্ষি আদরের ছোট বোন আছে । আমি আমার বোনের নিরাপত্তা নিয়ে চিন্তিত । আমার মা বাবাও আমার বোনটির নিরাপত্তা নিয়ে চিন্তিত । আমার সদ্য এসএসসি পরিক্ষা দেওয়া বোনটি কম্পিউটার ট্রেনিং-এ ভর্তি হয়েছে । আমার পরিবারের সবাই জীবনের তাগিদে ব্যস্ত । তাই আমার বোনকে একা একা যেতে হবে কম্পিউটার ক্লাসে । আমার পাড়ার বা মহল্লার কেউ তার সাথে কম্পিউটার ট্রেনিং-এ ভর্তি হয়নি । আমার এই বোনটির নিরাপত্বা এখন কে দেবে ? আইন শৃঙ্খলা বাহীনি, সরকার নাকী আমাদের সমাজ ? জানী কেউ এই নিরাপত্তার দ্বায় নেবেনা ।
তবে কি এই নিরাপত্তার ভয়ে আমার বোনকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার সপ্নের বিসর্জন দিতে হবে আমাদেরকে । তবে কি এই নিরাপত্তার ভয়ে আমার বোনটিকে বাল্য বিবাহ দিয়ে দিতে আমাদেরকে বাধ্য হতে হবে ।

সামাজিক জীব গুলি আজ পশু হয়ে উঠেছে

ধর্ষণের খবরে এখন আর তাক লাগেনা মিডিয়া পাড়ায়।
এখন আর হিট পড়েনা ধর্ষণের খবর পাঠক পাড়ায়।
তাই মিডিয়া আজ প্রায় নীরব ধর্ষণের খবরের বেলায়।
নিশ্চয়ই আপনি ও আমার মতো সন্ধেহ পোষণ করছেন মিডিয়ার এই দ্বায়বদ্ধতা নিয়ে।

আর আমাদের কথা কি বলবো- আমরা সম্ভবত এখন আর সামাজিক জীব নই।
যদিও আমরা অনেকে আমাদেরকে যন্ত্রিক বলে আমাদের সামাজিক দ্বায়বন্ধ্যতা থেকে মুক্তি দেই। আমরা যদি এখনো সামাজিক জীব হয়ে থাকতাম তবে নিশ্চয়ই আমাদের মাঝে সামাজিক দ্বায়বদ্ধাতা থাকতো। যেহেতু এখন আর আমাদের মাঝে সামাজীক দ্বায় বদ্ধতা নেই সেহেতু এখন আর আমরা সামাজিক জীব নই।

সোমবার, ২১ মার্চ, ২০১৬

আমাদের দেশীয় সংস্কৃতি ধংষ করার জন্য সবচেয়ে বেশী দ্বায়ী আমাদের স্ব-শিক্ষিত বন্ধু বান্ধবগন


আমাদের দেশীয় সংস্কৃতি ধংষ করার জন্য সবচেয়ে বেশী দ্বায়ী আমাদের স্ব-শিক্ষিত বন্ধু বান্ধবগন। আমার মতো মূর্খরা যার ধারে কাছে নেই। আর এই দেশীয় সংস্কৃতি রক্ষার জন্য প্রানপণ যারা কাজ করে যাচ্ছেন তারাও কিন্তু আমাদের স্ব-শিক্ষিত বন্ধু বান্ধবগণ। আমার মতো মূর্খরা যার ধারে কাছে নেই।
যারা দেশীয় সংস্কৃতি ধংষ করছেন তারাও স্ব-শিক্ষিত আবার যারা দেশীও সংস্কৃতি রক্ষার জন্য প্রাণপণ কাজ করে যাচ্ছেন তারাও কিন্তু স্ব-শিক্ষিত। যারা ধংষ করছেন তাদের সংখ্যা অনেক গুন বেশী যারা রক্ষা করার চেষ্টা করছেন তাদের তুলনায়। তাই স্ব-শিক্ষিত সমাজে দেশীয় সংস্কৃতি রক্ষা বা ঠিকিয়ে রাখা আজ হয়ে পড়েছে দ্বায়।

শনিবার, ১৯ মার্চ, ২০১৬

আমাদের সর্বদা মনে রাখতে হবে পরকীয়া সুখ দেয়না বরং কেরে নেয়


আমাদের সমাজে আমাদের প্রতিবেশী দেশ থেকে পরকীয়া নামের এক ভাইরাস এর আগমন ঘটেছে। যা আমাদের জন্য সুখময় নয়। অহরত বিকল হচ্ছে সুখের সংসার এই পরকীয়া নামক ভাইরাসে আক্রান্ত হয়ে। আর এই পরকীয়ার কারনে সবচেয়ে ক্ষতিগস্ত হচ্ছে আমাদের আগামীর ভবিষ্যৎ, আমাদের স্বপ্ন, আমাদের কোমলমতি শিশুগুলি। এই পরকীয়ার কারনেই আপন গর্ভধারিণী মা খুন করছেন তার প্রানের চেয়ে প্রিয় বাচ্চাটিকে।
যা বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সংবাদ গনমাধ্যমে।

রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬

পাগলের প্রলাপ


(১)আজকের দিনে আনন্দ উল্লাসে মাতোয়ারা ভাই বোনেরা হয়তো ভুলে গেছেন
অথবা জানেন না যে আজ জাতীয় শহীদ দিবস।
আজ আমাদের ভাই হারানোর দিন, আজ আমাদের শোকের দিন, আজ আমাদের কান্নার দিন।

(১)আমরা আমাদের সামর্থবান আত্বীয়দের খুব খরচ পাতি করে দাওয়াত খাওয়াই
আর মিছে প্রশংসা কুড়াই।
কিন্তু কোন ফকির (ভিক্ষুক) উপোষ পেটে আমাদের কাছে এক বেলার এক মুটো ভাত চাইলেই
কতো রকম হাদিস কোরআন জানা অজানা (মনগড়া) শুনাই।
মেকাপ করে চেহারা নয়, মানুষকে ভালবেসে, আসুন মানসিকতা বধলাই।

(৩)এক জনের কষ্ট দেখে হাজার হাজার জন কষ্ট পায় ঠিকি।
কিন্তু হাজার হাজার জন এর মাঝে এক জনও ঐ এক জনের কষ্ট নিবারণের এক বিন্ধুও চেষ্টা করেনা।
যদি করতো তবে আর এক জনের জন্য হাজার হাজার জনকে কষ্ট ভুগ করতে হতোনা।
সাহতো সবাই প্রাণ খুলে হাসতো।

(৪)কাউকে আপনার উপরে পূর্ণ স্বাধিনতা দেবেন না
এতে আপনার স্বাধীনতা বিনষ্ট হবে।

বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

শেষ উপহার সাদা কাফন হাতে


যে দিন জোনাকির আলো ফুরিয়ে যাবে আমার জীবন থেকে, 
সে দিন সে আসবে। 
যে দিন চাঁদ চিরতরে জোছনা হারাবে আমার জীবন থেকে, 
সে দিন সে আসবে। 
যে দিন রাতের পাখি ক্লান্ত হয়ে শান্ত হবে আমার জীবন থেকে, 
সে দিন সে আসবে। 
নিরবে একা একা আমার নিথর নিঃসতব্দ প্রাণহীন দেহটাকে 
এক পলক শেষ দেখা দেখে নিতে। 
অপলক তার দিকে থাকিয়ে থাকা আমার চক্ষু দুটিকে শেষ বারের মতো মুজে দিতে।
আমার এই আখি দুটি যে তাকে শেষ দেখা না দেখে,
তার শেষ স্পর্শ না নিয়ে বন্ধ হবেনা।
সত্যি বলছি সুরঞ্জনা আসবে সে দিন, 
আসবে আমার জন্য শেষ উপহার সাদা কাফন হাতে।

বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬

ভালো থাকো সুরঞ্জনা

হয়তো তুমি আমার চক্ষু আড়ালে তাই, বলে ভেবনা আমার অন্তরের আড়ালে।
আমি কল্পনাতে ঠিকি তোমার স্পর্শ নেই,
তুমি হয়তো বুঝতে পারনা যে আমিও ছুয়ে দেই এই হাত দিয়ে তোমার ঐ মুখ হাতে।
তোমার ললাটের মধ্যখানে গভীর নিশিতে দেই লক্ষি চুমু।
আবেগে আপ্লুত হয়ে জরিয়ে ধরি এই ছোট্ট বুকের নড়বড়ে পাজর জোরে।
দুহাত দিয়ে আগলে ধরে রাখি তোমায় বুকের মাঝে।
ধীরে ধীরে ঘুম চলে আসে আমার এই ক্লান্ত দেহে শান্তির আহ্বানে।
ভোরের পাখির ডাকে ঘুম ভেঙ্গে যায় যখন তাকিয়ে দেখি বুক জুরে তুমি নাই
নিথরে পরে আছে বুকের উপর তোমায় ঝরিয়ে ধরা আমার এই হাত দুটি।
যে খানেই থাকো, যে ভাবেই থাকো ভালো থাকো সুরঞ্জনা।

বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

আজ ফেইসবুকের ১২ বৎসর পূর্ণ হলো


আজ ফেইসবুকের ১২ বৎসর পূর্ণ হলো।
তাই আজকের দিনকে ফেইসবুক কতৃপক্ষ বন্ধু দিবস হিসেবে ঘোষণা দিয়েছে।
সেই উপলক্ষে ফেইসবুক আমায় এবং আমার খুব নিকটের বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও শেয়ার করেছে সবার সাথে।
ধন্যবাদ ফেইসবুক পরিবার। অনেক অনেক শুভ কামনা ফেইসবুক পরিবারের জন্য।

যেহেতু ফেইসবুক এই ভিডিওটি ডাউন করার কোন অপশন দেয়নি তাই লিংকটা শেয়ার করলাম।
ভিডিও লিংক

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

আর আমার মতো সামর্থহীন বই প্রেমিদের হাতে নতুন বই তুলে দিতাম


বই পড়তে আমার খুব খুব ভাল লাগে।
কিন্তু নতুন বই কেনার সামর্থ আমার নেই বললেই চলে।
আমার ঘরে অনেক গুলি বই আছে কিন্তু অনেক পুরাতন।
ঘুরে ফিরে সেই পুরাতন বই-ই একের অধিক বার পড়তে হয় আমাকে।
তবে আগে মাঝে মাঝে কিছু টাকা পেলে পুরাতন বইর দোকান থেকে
অল্প দামে অনেক গুলি বই কিনে আনতাম,।
আর এতেই আমি অনেক সুখ অনুভব হতো।

রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

ফিরে যাও তুমি তোমার স্বাধীন চিন্তা চেতনায়


আমার সুখের ক্ষনি খুরে সুখ গুলি যখন খুরে তলানি সহ নিয়ে গেলে
তখন কোথায় ছিল তোমার সহানুভূতি, কোথায় ছিল মানবতা, বিবেক আর ভালবাসা।
তবে আজ কেন এসেছো মিছে করুণাময়ী হয়ে।
আমি তো তোমার করুনা ভিক্ষা চাইনি।
হয়তো প্রেমিক মাতাল প্রেমের কাঙ্গাল, সুখের কাঙ্গাল তাই বলে তো তোমার কাছে প্রেম করুনা সুখ ভিক্ষা চাইনি।

বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

আপনি কি জানেন মনের ওপর রংয়ের প্রভাব পরে ?


আপনি কি জানেন মনের ওপর রংয়ের প্রভাব পরে ?
আপনি কি জানেন রং এর পরিবর্তনের সাথে সাথে আপনার মনের পরিবর্তন গঠে বা গঠতে পারে।
আমাদের জীবনের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে আছে যে জিনিসটি, সেটা হল রং। কল্পনা করে দেখুন তো, একদিন সকালে উঠে দেখলেন আপনার জীবনে কোনো রং নেই কিংবা পৃথিবীর সবকিছু সাদা আর কালো! তখন কেমন লাগবে আপনার? বলাই বাহুল্য যে, ভীষণ বিমর্ষ হয়ে পড়বেন আপনি। সত্যি বলতে কি, রং আছে বলেই পৃথিবী এত সুন্দর। রং আছে বলেই জীবনটা এত সুন্দর।

শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

কুড়িয়ে পাওয়া লজ্জা আমাদের

সাধারন তো আমি কখনো-ই ভিডিও পোষ্ট করিনা এবং কি করতে পছন্দও করিনা।
কিন্তু এই ভিডিওটা পোষ্ট না করে পারলাম না।
ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।
দেখুন কি ভাবে গড়ে উঠছে আমাদের আগামী প্রজন্ম।
শুধু কি তাই, প্রবীণ শিক্ষক ও আজ মেধা শূন্য।
এই মেধা শূন্য শিক্ষকরা কি ভাবে আমাদের পরবর্তী প্রজন্মকে মেধাবি প্রজন্ম হিএসেবে গড়ে তুলবেন।