বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬

ভালো থাকো সুরঞ্জনা

হয়তো তুমি আমার চক্ষু আড়ালে তাই, বলে ভেবনা আমার অন্তরের আড়ালে।
আমি কল্পনাতে ঠিকি তোমার স্পর্শ নেই,
তুমি হয়তো বুঝতে পারনা যে আমিও ছুয়ে দেই এই হাত দিয়ে তোমার ঐ মুখ হাতে।
তোমার ললাটের মধ্যখানে গভীর নিশিতে দেই লক্ষি চুমু।
আবেগে আপ্লুত হয়ে জরিয়ে ধরি এই ছোট্ট বুকের নড়বড়ে পাজর জোরে।
দুহাত দিয়ে আগলে ধরে রাখি তোমায় বুকের মাঝে।
ধীরে ধীরে ঘুম চলে আসে আমার এই ক্লান্ত দেহে শান্তির আহ্বানে।
ভোরের পাখির ডাকে ঘুম ভেঙ্গে যায় যখন তাকিয়ে দেখি বুক জুরে তুমি নাই
নিথরে পরে আছে বুকের উপর তোমায় ঝরিয়ে ধরা আমার এই হাত দুটি।
যে খানেই থাকো, যে ভাবেই থাকো ভালো থাকো সুরঞ্জনা।

কোন মন্তব্য নেই: