বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

শেষ উপহার সাদা কাফন হাতে


যে দিন জোনাকির আলো ফুরিয়ে যাবে আমার জীবন থেকে, 
সে দিন সে আসবে। 
যে দিন চাঁদ চিরতরে জোছনা হারাবে আমার জীবন থেকে, 
সে দিন সে আসবে। 
যে দিন রাতের পাখি ক্লান্ত হয়ে শান্ত হবে আমার জীবন থেকে, 
সে দিন সে আসবে। 
নিরবে একা একা আমার নিথর নিঃসতব্দ প্রাণহীন দেহটাকে 
এক পলক শেষ দেখা দেখে নিতে। 
অপলক তার দিকে থাকিয়ে থাকা আমার চক্ষু দুটিকে শেষ বারের মতো মুজে দিতে।
আমার এই আখি দুটি যে তাকে শেষ দেখা না দেখে,
তার শেষ স্পর্শ না নিয়ে বন্ধ হবেনা।
সত্যি বলছি সুরঞ্জনা আসবে সে দিন, 
আসবে আমার জন্য শেষ উপহার সাদা কাফন হাতে।

কোন মন্তব্য নেই: