শনিবার, ২৬ মার্চ, ২০১৬

সামাজিক জীব গুলি আজ পশু হয়ে উঠেছে

ধর্ষণের খবরে এখন আর তাক লাগেনা মিডিয়া পাড়ায়।
এখন আর হিট পড়েনা ধর্ষণের খবর পাঠক পাড়ায়।
তাই মিডিয়া আজ প্রায় নীরব ধর্ষণের খবরের বেলায়।
নিশ্চয়ই আপনি ও আমার মতো সন্ধেহ পোষণ করছেন মিডিয়ার এই দ্বায়বদ্ধতা নিয়ে।

আর আমাদের কথা কি বলবো- আমরা সম্ভবত এখন আর সামাজিক জীব নই।
যদিও আমরা অনেকে আমাদেরকে যন্ত্রিক বলে আমাদের সামাজিক দ্বায়বন্ধ্যতা থেকে মুক্তি দেই। আমরা যদি এখনো সামাজিক জীব হয়ে থাকতাম তবে নিশ্চয়ই আমাদের মাঝে সামাজিক দ্বায়বদ্ধাতা থাকতো। যেহেতু এখন আর আমাদের মাঝে সামাজীক দ্বায় বদ্ধতা নেই সেহেতু এখন আর আমরা সামাজিক জীব নই।



সামাজিক জীব গুলি আজ পশু হয়ে ঊঠেছে। ভুলে কেছে সামাজিকতা, ভুলে গেছে মানবিকতা, বিবেক, আবেগ, ভালবাসা। তাই তো আমার বোন তনুরা আজ পশু দ্বারা ধর্ষিতা হচ্ছে। তাইতো আমার বোন তনুরা আজ পশুর ভয়ংকর থাবায় প্রাণ হারাচ্ছে।
অথবা ধর্ষিতার অপবাদ থেকে মুক্তি পেতে নিজেই নিজেকে মুক্ত করে নিচ্ছে মৃত্যুর কাছে পরাজীত হয়ে।
তনু তুই তোর ভাইদের ক্ষমা করিসনে। তারা ব্যর্থ তোর ধর্ষণ আর হত্যার বিচার তারা চাইতে পারেনি। তারা ব্যর্থ তোর ধর্ষণ আর হত্যার বিচার তারা করতে পারেনি।

কোন মন্তব্য নেই: