রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬

পাগলের প্রলাপ


(১)আজকের দিনে আনন্দ উল্লাসে মাতোয়ারা ভাই বোনেরা হয়তো ভুলে গেছেন
অথবা জানেন না যে আজ জাতীয় শহীদ দিবস।
আজ আমাদের ভাই হারানোর দিন, আজ আমাদের শোকের দিন, আজ আমাদের কান্নার দিন।

(১)আমরা আমাদের সামর্থবান আত্বীয়দের খুব খরচ পাতি করে দাওয়াত খাওয়াই
আর মিছে প্রশংসা কুড়াই।
কিন্তু কোন ফকির (ভিক্ষুক) উপোষ পেটে আমাদের কাছে এক বেলার এক মুটো ভাত চাইলেই
কতো রকম হাদিস কোরআন জানা অজানা (মনগড়া) শুনাই।
মেকাপ করে চেহারা নয়, মানুষকে ভালবেসে, আসুন মানসিকতা বধলাই।

(৩)এক জনের কষ্ট দেখে হাজার হাজার জন কষ্ট পায় ঠিকি।
কিন্তু হাজার হাজার জন এর মাঝে এক জনও ঐ এক জনের কষ্ট নিবারণের এক বিন্ধুও চেষ্টা করেনা।
যদি করতো তবে আর এক জনের জন্য হাজার হাজার জনকে কষ্ট ভুগ করতে হতোনা।
সাহতো সবাই প্রাণ খুলে হাসতো।

(৪)কাউকে আপনার উপরে পূর্ণ স্বাধিনতা দেবেন না
এতে আপনার স্বাধীনতা বিনষ্ট হবে।

কোন মন্তব্য নেই: