শনিবার, ২৬ মার্চ, ২০১৬

হে আমার জন্মভূমি মা জবাব দে


মা তোর বুকে আর কতো রক্তের দাগ লাগলে, আর কোন রক্তের প্রয়োজন তোর পরবেনা?
মা তোর বুকে আর কতো বোন ধর্ষিতা হলে, আর কোন বোন কোন দিন ধর্ষিতা হবেনা?
জবাব দে মা, জবাব দে, হে আমার জন্মভূমি মা জবাব দে, জবাব দে?

কাদতে আসিনি, এসেছি আমার বোন তনু হত্যার বিচার নিয়ে

হে আমার জন্মভূমি মা আজ আমি কাদতে আসিনি,

এসেছি আমার বোন হত্যার বিচার নিয়ে।
হে আমার জন্মভুমি মা আজ আমি কাদতে আসিনি,
এসেছি আমার বোন তনু হত্যার বিচার নিয়ে।
হে আমার জন্মভুমি মা আজ আমি কাদতে আসিনি,
এসেছি আমার বোন হত্যাকারীর ফাসির দাবী নিয়ে।
হে আমার জন্মভুমি মা আজ আমি কাদতে আসিনি,
এসেছি আমার বোন ধর্ষণের বিচার নিয়ে।
হে আমার জন্মভুমি মা আজ আমি কাদতে আসিনি,
এসেছি আমার বোন তনুর ধর্ষণের বিচার নিয়ে।
হে আমার জন্মভুমি মা আজ আমি কাদতে আসিনি,
এসেছি আমার বোন ধর্ষণকারীর ফাসির দাবী নিয়ে।

সামাজিক জীব গুলি আজ পশু হয়ে উঠেছে

ধর্ষণের খবরে এখন আর তাক লাগেনা মিডিয়া পাড়ায়।
এখন আর হিট পড়েনা ধর্ষণের খবর পাঠক পাড়ায়।
তাই মিডিয়া আজ প্রায় নীরব ধর্ষণের খবরের বেলায়।
নিশ্চয়ই আপনি ও আমার মতো সন্ধেহ পোষণ করছেন মিডিয়ার এই দ্বায়বদ্ধতা নিয়ে।

আর আমাদের কথা কি বলবো- আমরা সম্ভবত এখন আর সামাজিক জীব নই।
যদিও আমরা অনেকে আমাদেরকে যন্ত্রিক বলে আমাদের সামাজিক দ্বায়বন্ধ্যতা থেকে মুক্তি দেই। আমরা যদি এখনো সামাজিক জীব হয়ে থাকতাম তবে নিশ্চয়ই আমাদের মাঝে সামাজিক দ্বায়বদ্ধাতা থাকতো। যেহেতু এখন আর আমাদের মাঝে সামাজীক দ্বায় বদ্ধতা নেই সেহেতু এখন আর আমরা সামাজিক জীব নই।

সোমবার, ২১ মার্চ, ২০১৬

আমাদের দেশীয় সংস্কৃতি ধংষ করার জন্য সবচেয়ে বেশী দ্বায়ী আমাদের স্ব-শিক্ষিত বন্ধু বান্ধবগন


আমাদের দেশীয় সংস্কৃতি ধংষ করার জন্য সবচেয়ে বেশী দ্বায়ী আমাদের স্ব-শিক্ষিত বন্ধু বান্ধবগন। আমার মতো মূর্খরা যার ধারে কাছে নেই। আর এই দেশীয় সংস্কৃতি রক্ষার জন্য প্রানপণ যারা কাজ করে যাচ্ছেন তারাও কিন্তু আমাদের স্ব-শিক্ষিত বন্ধু বান্ধবগণ। আমার মতো মূর্খরা যার ধারে কাছে নেই।
যারা দেশীয় সংস্কৃতি ধংষ করছেন তারাও স্ব-শিক্ষিত আবার যারা দেশীও সংস্কৃতি রক্ষার জন্য প্রাণপণ কাজ করে যাচ্ছেন তারাও কিন্তু স্ব-শিক্ষিত। যারা ধংষ করছেন তাদের সংখ্যা অনেক গুন বেশী যারা রক্ষা করার চেষ্টা করছেন তাদের তুলনায়। তাই স্ব-শিক্ষিত সমাজে দেশীয় সংস্কৃতি রক্ষা বা ঠিকিয়ে রাখা আজ হয়ে পড়েছে দ্বায়।

শনিবার, ১৯ মার্চ, ২০১৬

আমাদের সর্বদা মনে রাখতে হবে পরকীয়া সুখ দেয়না বরং কেরে নেয়


আমাদের সমাজে আমাদের প্রতিবেশী দেশ থেকে পরকীয়া নামের এক ভাইরাস এর আগমন ঘটেছে। যা আমাদের জন্য সুখময় নয়। অহরত বিকল হচ্ছে সুখের সংসার এই পরকীয়া নামক ভাইরাসে আক্রান্ত হয়ে। আর এই পরকীয়ার কারনে সবচেয়ে ক্ষতিগস্ত হচ্ছে আমাদের আগামীর ভবিষ্যৎ, আমাদের স্বপ্ন, আমাদের কোমলমতি শিশুগুলি। এই পরকীয়ার কারনেই আপন গর্ভধারিণী মা খুন করছেন তার প্রানের চেয়ে প্রিয় বাচ্চাটিকে।
যা বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সংবাদ গনমাধ্যমে।

মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬

ভবঘুরে পাখি তুমি কতো ডালেই গড় নব্য নতুন নীড়


ভবঘুরে পাখি তুমি কতো ডালেই গড় নব্য নতুন নীড়
এক নীড় ভেঙ্গে অন্য নীড় গড়ে নিজেকেই নিজে বলো বীর।
চক্ষু লজ্জা, আর লোকের অপবাদের ধারধারি নও তুমি
আমি নগন্য, অর্থ শূন্য আমার মুল্য কি দেবে আর তুমি?

রবিবার, ১৩ মার্চ, ২০১৬

আমগো কোন চিন্তা নাই ব্যাংকে মগো টাহা নাই


খেত খামারে কামলা খাটি
দিন আনি দিন খাই
এক দিন কাম না পাইলে পরে
না খায়া দিন কাটাই।
আমগো কোন চিন্তা নাই
ব্যাংকে মগো টাহা নাই।

বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

অনুকাব্য


যদি সপনো যাচিয়া বিলায়া দেই সখি তোমারো তরে
রাখিবে কি রাখিবে কি গুপনে হিয়ারো মাজারে মোরে?
যদি তোমারো সপনে বাঁধিয়া না রাখো পলকেরও গহিনে
আমি উজার হইবো সখি, যাতনায় মরিবো সখি তোমারি বিহনে।

রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬

পাগলের প্রলাপ


(১)আজকের দিনে আনন্দ উল্লাসে মাতোয়ারা ভাই বোনেরা হয়তো ভুলে গেছেন
অথবা জানেন না যে আজ জাতীয় শহীদ দিবস।
আজ আমাদের ভাই হারানোর দিন, আজ আমাদের শোকের দিন, আজ আমাদের কান্নার দিন।

(১)আমরা আমাদের সামর্থবান আত্বীয়দের খুব খরচ পাতি করে দাওয়াত খাওয়াই
আর মিছে প্রশংসা কুড়াই।
কিন্তু কোন ফকির (ভিক্ষুক) উপোষ পেটে আমাদের কাছে এক বেলার এক মুটো ভাত চাইলেই
কতো রকম হাদিস কোরআন জানা অজানা (মনগড়া) শুনাই।
মেকাপ করে চেহারা নয়, মানুষকে ভালবেসে, আসুন মানসিকতা বধলাই।

(৩)এক জনের কষ্ট দেখে হাজার হাজার জন কষ্ট পায় ঠিকি।
কিন্তু হাজার হাজার জন এর মাঝে এক জনও ঐ এক জনের কষ্ট নিবারণের এক বিন্ধুও চেষ্টা করেনা।
যদি করতো তবে আর এক জনের জন্য হাজার হাজার জনকে কষ্ট ভুগ করতে হতোনা।
সাহতো সবাই প্রাণ খুলে হাসতো।

(৪)কাউকে আপনার উপরে পূর্ণ স্বাধিনতা দেবেন না
এতে আপনার স্বাধীনতা বিনষ্ট হবে।

শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬

সত্যের মৃত্যু নেই তবে কি কথাটি বৃথাই


সত্যকে আমি দেখেছি প্রেমিকের মিথ্যে ভালবাসায়
সত্যকে আমি দেখেছি প্রেমিকার মিছে মায়া কান্নায়
সত্যকে আমি দেখেছি পথশিশুর কাদের বোঝায়
সত্যকে আমি দেখেছি পথে পরে থাকা উপোষ শিশুটার কান্নায়
সত্যকে আমি দেখেছি বন্দী বুকের খাচায়
সত্যকে আমি দেখেছি কেউ দিয়েছে নোনা জলে ভাসায়
সত্যকে আমি দেখেছি নিরব বোবা ভাষায়
সত্যকে আমি দেখেছি পথ হারাতে মিথ্যের চৌরাস্থায়
সত্যকে আমি দেখেছি মিথ্যেবাদীর কথায়
সত্যকে আমি দেখেছি মিথ্যের দামাচাপায়
সত্যকে আমি দেখেছি শিকল পরা পা'য়
সত্যকে আমি দেখেছি ডান্ডা বেরির আগাতে মাটি চাপায়
সত্যকে আমি দেখেছি গল্প আর কবিতায়
মানুষের মাঝে সত্য আজ মৃত প্রায়
সত্যের মৃত্যু নেই তবে কথাটি বৃথাই।