শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬

সত্যের মৃত্যু নেই তবে কি কথাটি বৃথাই


সত্যকে আমি দেখেছি প্রেমিকের মিথ্যে ভালবাসায়
সত্যকে আমি দেখেছি প্রেমিকার মিছে মায়া কান্নায়
সত্যকে আমি দেখেছি পথশিশুর কাদের বোঝায়
সত্যকে আমি দেখেছি পথে পরে থাকা উপোষ শিশুটার কান্নায়
সত্যকে আমি দেখেছি বন্দী বুকের খাচায়
সত্যকে আমি দেখেছি কেউ দিয়েছে নোনা জলে ভাসায়
সত্যকে আমি দেখেছি নিরব বোবা ভাষায়
সত্যকে আমি দেখেছি পথ হারাতে মিথ্যের চৌরাস্থায়
সত্যকে আমি দেখেছি মিথ্যেবাদীর কথায়
সত্যকে আমি দেখেছি মিথ্যের দামাচাপায়
সত্যকে আমি দেখেছি শিকল পরা পা'য়
সত্যকে আমি দেখেছি ডান্ডা বেরির আগাতে মাটি চাপায়
সত্যকে আমি দেখেছি গল্প আর কবিতায়
মানুষের মাঝে সত্য আজ মৃত প্রায়
সত্যের মৃত্যু নেই তবে কথাটি বৃথাই।

কোন মন্তব্য নেই: