মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬

ভবঘুরে পাখি তুমি কতো ডালেই গড় নব্য নতুন নীড়


ভবঘুরে পাখি তুমি কতো ডালেই গড় নব্য নতুন নীড়
এক নীড় ভেঙ্গে অন্য নীড় গড়ে নিজেকেই নিজে বলো বীর।
চক্ষু লজ্জা, আর লোকের অপবাদের ধারধারি নও তুমি
আমি নগন্য, অর্থ শূন্য আমার মুল্য কি দেবে আর তুমি?



শক্ত পক্ত ডাল তুমি অপব্যবহারে করো নিছক দুর্বল
দুর্বল অপবাদ দিয়ে খোজ আবার তুমি গোড়ায় দেখে বল।
বিবেক ভুলে, মানবতা পা পিষ্ট করে খোজ নতুন কৌশল
আমি নিছক দুর্বল, আমাকে ভাঙ্গতে লাগে কি আর কোন কৌশল?

বিস্তৃত ডানা তোমার মেলে ধরো সমস্ত প্রান্তর জুরে
তোমার ডানার মাতাল হাওয়ায় আগাছা যায় ঝরে।
হায়না তুমি, সবল ডালপাল আর বৃক্ষরাজির দেশে
আমি কবেই ভেঙ্গে আগাছা হয়েছি, আগাছায় কি আর নতুন নীড়ের স্বপ্ন দেখে?

কোন মন্তব্য নেই: