বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

ভাঙ্গা নীড়

সুড়ঞ্জনা তোমার প্রতি আমার অতিরিক্ত বিশ্বাস ছিল বলেই
আমার বিশ্বাসের দুর্বলতা কে কাজে লাগিয়ে করেছিলে আমার সাথে তুমি অবিশ্বাসী আচরণ।
আমি তোমার সেই অবিশ্বাসী আচরণ মেনে নিতে পারিনি।
মেনে নিতে পারিনি তোমার প্রতারণা।
তোমার সেই অবিশ্বাসী আচরণে তোমার প্রতি আমার ভালবাসা রুপ নিয়ে ছিল তিক্ত ঘৃনায়।
আর সেই ঘৃনা থেকেই আজ দুজন, দুজনার মতো বেচে থাকা।

রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

"মেয়ে হয়ে জন্মানো অভিশাপ"

(১) "মেয়ে হয়ে জন্মানো অভিশাপ"
     মনে করেন এমন আপুদের বলছি
     মেয়ে নয় নিজেকে মানুষ ভাবতে শিখুন।
     মানুষের কল্যাণে নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলুন।
     পুরুষ হয়ে জন্মানো আমার মতো অহংকারী ভাইদের বলছি
     নিজেকে পুরুষ নয় মানুষ ভাবতে শিখুন।

শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

আমাদের দেশ প্রেম, ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি


আমাদের উচিত প্রতিটি শিশুকে দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলা।
অর্থাৎ এই প্রজন্মের উচিত আগামী প্রজন্মকে দেশে প্রেমিক হিসেবে গড়ে তুলা।
না হয় যে হারে আমাদের দেশ প্রেম, ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি ইত্যাদি হারিয়ে বা বিলিন হয়ে যাচ্ছে সে হারে চলতে থাকলে আগামী প্রজন্ম বা তার পরের প্রজন্ম এসে আমাদের দেশ প্রেম, ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি ইত্যাদির কানাকরিও খুজে পাবেনা। 

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

আমাদের বিজয় দিবস' ২০১৫

বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

এর চেয়ে নরখই ভাল নয় কি?

মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরে আসা মানেই আরো এক নতুন জীবনের জন্ম।
আমি বহুবার ফিরে এসেছি, বহুবার পেয়েছি নতুন জীবন
কিন্তু পাইনি নতুন করে তাকে, ভুলিওনি পুরনো তাকে।
হে আমি সুরুঞ্জনার কথাই বলছি।
যে জীবন ও মরণ সুরঞ্জনাবিহীন, সে জীবন ও মরণে স্বর্গের কি প্রয়োজন?
এর চেয়ে নরখই ভাল নয়কি?

বল কোন কালে কি হবে, তোমার আমার মিলন


তোমার বিলাসি জীবন,
আমার ভিখারীর ভুজন
কোন কালে কি হবে
তোমার আমার মিলন?

আমি ছন্যছাড়া, বন্য বেসে
তুমি চোখ সাজাও মাসকারাতে।
আমার ভুখা পেট, অন্ন বিহীন
তোমার এক পোশাকে, এক দিন।

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

আজ সময়ের সাথে জীবনের গল্পটাও অনেক পাল্টে গেছে


আমরা এক সময় এতোটাই গরিব ছিলাম যে,
ছয় টাকা দামের জুতা ১৫ টাকা দামের পেন্ট আর ২০ টাকা দামের
সার্ট দিয়েই ঈদের আনন্দ ভোগ করতাম।
আর মা ঈদের সালামি দিতেন মাত্র দুই টাকা।
একবার ঈদের দিন নামাজ পরে আসার সময়ই আমার কম দামি
জুতাখানা ছিড়ে গেছিল।

শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

যে অন্তরে প্রেমও খিদা, সেই অন্তরে আবার দ্বিধা


যে অন্তরে প্রেমও খিদা, সেই অন্তরে আবার দ্বিধা
খিদাতো মিঠেনা, দ্বিধাতো কাটেনা
কি করি বলো দয়াল, কি করি খুদা?

শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫

তোর হৃদয় জুড়ে প্রেমের ক্ষুদা


তোর ছলচাতুরী প্রেম লিলায় আজ আমি ক্লান্ত
দু-চোখ ভরা জল ছলছল তবুও আমি শান্ত।
তোর হৃদয় জুড়ে প্রেমের ক্ষুদা, এক মনে নয় তৃপ্ত
হাজার জনে মন বিলায়েও তুই তবুও অতৃপ্ত।

মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫

আজ তুমি কোথায় আমি কোথায়,কোথায় আমার বাবা মা বোন


দুই বোন আর মা বাবার সংসারে আমি ছিলাম একা
আমার একমাত্র আয়েই চলতো ছোট্ট সংসারটা
অভাব অনটনের মাঝেও সুখ ছিল কানায় কানায়
সেই সুখের মাঝেই আগমন হল তোমার এই হৃদয় সীমায়।
তোমার রুপ আর তোমার বাবার টাকার নেশায়
মাতোয়ারা হয়ে পালিয়ে গেলাম কোন এক অজানায়।
মা বাবা দুই লক্ষি বোনকে করে অন্নহারা।
আজ তুমি কোথায় আমি কোথায়,কোথায় আমার বাবা মা বোন?