বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

ভাঙ্গা নীড়

সুড়ঞ্জনা তোমার প্রতি আমার অতিরিক্ত বিশ্বাস ছিল বলেই
আমার বিশ্বাসের দুর্বলতা কে কাজে লাগিয়ে করেছিলে আমার সাথে তুমি অবিশ্বাসী আচরণ।
আমি তোমার সেই অবিশ্বাসী আচরণ মেনে নিতে পারিনি।
মেনে নিতে পারিনি তোমার প্রতারণা।
তোমার সেই অবিশ্বাসী আচরণে তোমার প্রতি আমার ভালবাসা রুপ নিয়ে ছিল তিক্ত ঘৃনায়।
আর সেই ঘৃনা থেকেই আজ দুজন, দুজনার মতো বেচে থাকা।



জানী  আমার এই বেচে থাকাকে বেচে থাকা বলেনা।
না বলুক বেচে থাকা, তবুও তো তোমার মতো তো প্রতারক হইনি।
অন্য কারো হাত ধরে তোমার মতো সংসারী হয়ে উঠিনি স্মৃতি গুলিকে কবর দিয়ে।

সুরঞ্জনা মনে পরে তোমার, আমার বুকে মাথা রেখে বলে ছিলে- "তুমি বিহীন বেচে থাকা তো দূরের কথা, মৃত্যুও আমায় কভু হবেনা"।
আজ তুমি ঠিকি আমি বিহীন বেচে আছো। মৃত্যুও তোমাকে আমার থেকে কেরে নেয়নি।
কিন্তু তুমি আপন ইচ্ছাতেই আমার থেকে অনেক দূরে সরে গেছ।
হয়েছ অন্য কারো ঘরনী, অন্য কারো সন্তানের জননী।

হাহাহাহাহা আর আমি রয়ে গেলাম সেই প্রেমিক মাতাল।
জানো নিজেকে নিয়ে মাঝে মাঝে অনেক অহংকার হয় এই ভেবেই যে, আমি আজোও তোমার মতো প্রতারক হইনি।

সুরঞ্জনা জানী তুমি আর ফিরবেনা।
পুনরায় ফেরা হবে না তোমার এই ভাঙ্গা নীড়ে।
পরে রবে ভাঙ্গা নীড় অযত্ন অবহেলায় মৃত্যু অবধি।
তবুও তোমার প্রেমিক মাতাল বেকুবের মতো তোমার ফেরার অপেক্ষায় বসে আছে ভাঙ্গা নীড়ের কপাট খোলে।
বসে থাকবেও শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত।

সুরঞ্জনা সর্বদা তোমার জন্য শুভ কামনা
ভালোবাসা সহ তোমার সেই- প্রেমিক মাতাল
সুড়ঞ্জনা তোমার প্রতি আমার অতিরিক্ত বিশ্বাস ছিল বলেই
আমার বিশ্বাসের দুর্বলতা কে কাজে লাগিয়ে করেছিলে আমার সাথে তুমি অবিশ্বাসী আচরণ।
আমি তোমার সেই অবিশ্বাসী আচরণ মেনে নিতে পারিনি।
মেনে নিতে পারিনি তোমার প্রতারণা।
তোমার সেই অবিশ্বাসী আচরণে তোমার প্রতি আমার ভালবাসা রুপ নিয়ে ছিল তিক্ত ঘৃনায়।
আর সেই ঘৃনা থেকেই আজ দুজন, দুজনার মতো বেচে থাকা।

জানী  আমার এই বেচে থাকাকে বেচে থাকা বলেনা।
না বলুক বেচে থাকা, তবুও তো তোমার মতো তো প্রতারক হইনি।
অন্য কারো হাত ধরে তোমার মতো সংসারী হয়ে উঠিনি স্মৃতি গুলিকে কবর দিয়ে।

সুরঞ্জনা মনে পরে তোমার, আমার বুকে মাথা রেখে বলে ছিলে- "তুমি বিহীন বেচে থাকা তো দূরের কথা, মৃত্যুও আমায় কভু হবেনা"।
আজ তুমি ঠিকি আমি বিহীন বেচে আছো। মৃত্যুও তোমাকে আমার থেকে কেরে নেয়নি।
কিন্তু তুমি আপন ইচ্ছাতেই আমার থেকে অনেক দূরে সরে গেছ।
হয়েছ অন্য কারো ঘরনী, অন্য কারো সন্তানের জননী।
হাহাহাহাহা আর আমি রয়ে গেলাম সেই প্রেমিক মাতাল।

জানো নিজেকে নিয়ে মাঝে মাঝে অনেক অহংকার হয় এই ভেবেই যে, আমি আজোও তোমার মতো প্রতারক হইনি।

সুরঞ্জনা জানী তুমি আর ফিরবেনা।
পুনরায় ফেরা হবে না তোমার এই ভাঙ্গা নীড়ে।
পরে রবে ভাঙ্গা নীড় অযত্ন অবহেলায় মৃত্যু অবধি।
তবুও তোমার প্রেমিক মাতাল বেকুবের মতো তোমার ফেরার অপেক্ষায় বসে আছে ভাঙ্গা নীড়ের কপাট খোলে।
বসে থাকবেও শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত।

সুরঞ্জনা সর্বদা তোমার জন্য শুভ কামনা
ভালোবাসা সহ তোমার সেই- প্রেমিক মাতাল [

কোন মন্তব্য নেই: