রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

"মেয়ে হয়ে জন্মানো অভিশাপ"

(১) "মেয়ে হয়ে জন্মানো অভিশাপ"
     মনে করেন এমন আপুদের বলছি
     মেয়ে নয় নিজেকে মানুষ ভাবতে শিখুন।
     মানুষের কল্যাণে নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলুন।
     পুরুষ হয়ে জন্মানো আমার মতো অহংকারী ভাইদের বলছি
     নিজেকে পুরুষ নয় মানুষ ভাবতে শিখুন।

     মানুষের কল্যাণে নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলুন।
     আমাদের সর্বদা মনে রাখা উচিত "মানুষ মানুষের জন্য"।

(২)  পূর্ণ স্বাধীনতার স্বাদ ভূগি আমাদের আগামী প্রজন্মের দৃশ্য।

      স্বাধীনতার স্বাদ কেন আজ বিস্বাদ?
      এ দ্বায় কে নেবে?
      এ দ্বায় কার নেওয়া উচিত?
      প্রশ্ন প্রতিটি বিবেকের কাছে?

 (৩) আমরা সবাই মানুষ হয়ে জন্মাই ঠিকি,
      কিন্তু মানুষ হয়ে মরতে পারিনা।

(৪) তোমার মৃত্যু হয় তো ততোটা ব্যদনা বিদূর করতো না আমায়
     যতোটা ব্যদনা বিদূর করেছে তোমার প্রতারণা করেছে।

(৫) মুখে ভালবাসা নিয়ে ভালবেসে যায় অনেকেই
     হৃদয়ে ভালবাসার খরা।
     খরাতে ফুল ফুটাতে ফুটাতে ভালবাসা যায় মারা।

(৬) সুরঞ্জনা আমি না হয় ক্লান্ত ছিলাম
     শান্ত ছিলাম ব্যথায়
    তোমার কেন, কেন মায়া হয়নি
    আমার মলিনতায়?

কোন মন্তব্য নেই: