বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

বল কোন কালে কি হবে, তোমার আমার মিলন


তোমার বিলাসি জীবন,
আমার ভিখারীর ভুজন
কোন কালে কি হবে
তোমার আমার মিলন?

আমি ছন্যছাড়া, বন্য বেসে
তুমি চোখ সাজাও মাসকারাতে।
আমার ভুখা পেট, অন্ন বিহীন
তোমার এক পোশাকে, এক দিন।



আমি তোমায় নিয়ে ঘুমহীন নিষি কাব্য লিখি
করি তোমার মনে স্বপ্নের পাইচারী
ভুলে যাই আমি অন্ধ ফতুর
হয়ে তোমার প্রেমে আবেগী স্বপ্নচারী।

আলো ফুটা খুব ভোরে, কাকের কর্কশ ডাক
করে আমার স্বপ্নের সর্বনাশ।
আমার স্বপ্নের ঘোর কেটে
আপন দু পায়ে হেঁটে, ছুটি আবার অন্নের খুজে।

তোমার ঘুম ভাঙ্গে ঘোর দুপুরে
আমি তখন ছ ঘন্টা কর্ম করে
ঢং ঢং ঘন্টার অপেক্ষায়,
পেট পুরে দুপুর বেলা খাব বলে।

তোমার স্বপ্ন আকাশ ছোঁয়া
আকাশ তোমার হাতের মুঠোয়
আমি তখন কর্মহীন,পাঁচ দিনের পেট ভুখা
কতো দিন গত হয় পাইনি ভাতের দেখা।
বল কোন কালে কি হবে, তোমার আমার মিলন?

কোন মন্তব্য নেই: