শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫

পাগলের প্রলাপ


সত্য বলবেন না, কারণ সত্য আপনাকে বিপদগামী করবে।
মিথ্যে বলবেন না, কারন মিথ্যে আপনাকে পথভ্রষ্ট করবে।
এবার ভেবে দেখুন কোন সিদ্ধান্তটা আপনার জন্য শ্রেয়।

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫

"একটি শিশুও পথে থাকবে না" বলেছেন আমাদের প্রধানমন্ত্রী


"একটি শিশুও পথে থাকবে না" বলেছেন আমাদের প্রধানমন্ত্রী
প্রতিটি পথশিশুর পুনর্বাসন নিশ্চিত করতে মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি

শনিবার, ১০ অক্টোবর, ২০১৫

বিবেক ছাড়া কেউ কিরে এক চিমটি শান্তি পায়


আমার যখন খিদার জ্বালায় বুক আর পেট জ্বলে
বুঝতে পারি পথ শিশুটা কেন কাদে মায়ের কোলে।

আমার যখন খিদার জ্বালায় খুব বেশি কান্না পায়
তখন দেখি পথ শিশুটা কাদতে কাদতে মায়ের কোলে ঘুমিয়ে যায়।

আমি যখন রোজ দুপুরে পেট পুরে খেতে বসি
বুঝতে পারি পথশিশুটা কেন করে উকাউকি।

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

একটু খানি বাউলামি


ভাবের মানুষ হিংস্র বেজায়
বনের বাঘ ততো নয়
ভাবের মানুষ কাছে এলে
থাকে না যে বাঘের ভয়।

বুধবার, ৭ অক্টোবর, ২০১৫

সামনে শীত আসছে......


সামনে শীত আসছে......
আপনার গত বছর বা তারো আগের শীতের কাপড় গুলি
যত্রতত্র ফেলে না দিয়ে আপনার সংগ্রহে রাখুন।
যদি সামর্থ থাকে তবে এর সাথে আরো কিছু নতুন বা পুরাতন
শীতের কাপড় মিলিয়ে গরিব অসহায় ও পথশিশুদের মাঝে উদার মনে বিলিয়ে দেবেন।
আদিপত্য ভোগ ও বিলাসিতার মধ্যে সুখ নয়,
প্রকৃত সুখ মনের সুখ।
আসুন আমরা সবাই মিতে আমাদের মনকে সুখি করে তুলি
এবং এই সুখ বিলিয়ে দেই সবার মাঝে।
একদিন আমরা হবো পৃথীবির সর্ব সুখী জাতি।

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫

উনারা ধরা খেলে দুর্নীতিবাজ আর আমি খেলে চুর


আমি না হয় মূর্খ মানুষ শিক্ষা জ্ঞানের নাই বুলি
পেটের দায়ে মাঝে মাঝে করি মসজিদেরি জোতা চুরি।
উনারা তো  আমার মতো অজ্ঞ আর মূর্খ নয়
শিক্ষা জ্ঞান বেজায় বহুত তবু কেন করেন চুরি?

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫

হোন সুখ নামের নাঠকের প্রধান অভিনেতা


কাউকে ভুলে থাকা চাটটি খানি কথা নয়।
কাউকে ভুলে থাকা এ এক বিরাট ক্ষমতা বা পাওয়ার।
যদিও এই ক্ষমতা অধিকাংশ লোকের মাঝে বিরাজমান
কিন্তু অল্প কিছু মানুষের মাঝে এই ক্ষমতা একেবারেই শূণ্যের কোঠায়।
স্বাভাবিকতায় সব ক্ষমতাই অহংকারের উৎস কিন্তু এই ক্ষমতাটা মোটেও অহংকারের নয়
বরং লজ্জা অপমান আর অপবাদের।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫

খুব আনন্দ উল্লাসারের সাথে ঈদ উৎযাপন করছিস


জানিরে স্বামী সন্তান নিয়ে অনেক সুখেই আছিস
খুব আনন্দ উল্লাসারের সাথে ঈদ উৎযাপন করছিস।
জানিরে তোর এতো আনন্দ উল্লাসের ভিতরে
একবারো আমায় তোর  মনে পরবেনা
পুড়বে না তোর পাশান হৃদয় আমার শূণ্যতায়।

ঠিক আজ থেকে ছয় বছর আগের ঈদ গুলির  মতো
আজ রাতে তোকে দেখতে যাওয়া হবেনারে তোর শহরে।
তুই ও আমার অপেক্ষায় সারা রাত জেগে থেকে আমার অবস্থান
জানতে বারবার ফোন কল দিবিনারে আর বলবি না সাবধানে থেক।

ঈদ গত ছয় বছর যাবত আমার জন্য কোন আনন্দের বার্তা নিয়ে আসেনি
তাই গতো এগারোটি ঈদ ধরে জানিনা ঈদের কি আনন্দ কি উল্লাস?
আজও তার ব্যতিক্রম হবেনারে বধলাবেনা আমার জীবনের গতি।

প্রতিবারের মতো আজোরে তোর স্মৃত্বির পাইচারি করে আমাকে কাদতে হবে
বাসতে হবে চোখের শ্রাবণ জলে
আর স্মৃত্বির পেছনের পথ ধরে চলে যেতে হবে আমাকে
আমার জীবনের ফেলে আসা সেই দিন গুলিতে খুব গুপনে
কেউ তা জানতেও পারবেনা।

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫

অন্যের বাসর ঘরে


আজ নতুন আরেকটা জীবনে দিচ্ছ পা
বধলে নিচ্ছ তোমার জীবন রেখা।

লাল শাড়ি পরে বধু বেসে তুমি
নিয়ন আলো জ্বলছে তোমার বাড়িতে।

বধলে গেলে কি করে তুমি
কি করে চলে যাচ্ছ দূরে
অভাগা আমি কাদছি কতো দুঃখে
আর তুমি অন্যের বাসর ঘরে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫

প্রশ্নটা খুব ভাবায় জানি আমার মতো আপনাদেরকেও


গান গেয়ে তারকা খ্যাতি শিল্পিরা লক্ষ লক্ষ টাকা কামাই করেন।
কিন্তু জীবনের শেষ বেলা এসে অসুস্থ্য হয়ে পরে কেন উনাদের চিকিৎসার
করানোর মতো আর্থিক অবস্থান থাকে না।
প্রশ্নটা খুব ভাবায় জানি আমার মতো আপনাদেরকেও।

খালিদ হাসান মিলু, আজম খান, সাবিনা ইয়াসমিন, কাঙ্গালিনী সুফিয়া'র মতো খ্যাতিমান সঙ্গীত শিল্পীরা চিকিৎসা খরচ এর জন্য সরকার ও ভক্ত অনুরাগী দিকে তাকিয়ে ছিলেন।
সরকার ও ভক্ত অনুরাগীরা সহ বিভিন্য সংস্থা ও হানিফ সংকেতের ইত্যাদি এগিয়ে এসে উনাদের চিকিৎসার খরচ বহন করেছেন।