মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫

"একটি শিশুও পথে থাকবে না" বলেছেন আমাদের প্রধানমন্ত্রী


"একটি শিশুও পথে থাকবে না" বলেছেন আমাদের প্রধানমন্ত্রী
প্রতিটি পথশিশুর পুনর্বাসন নিশ্চিত করতে মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি
বলেছেন, “এ দুই মন্ত্রণালয়কে নির্দেশ দিচ্ছি, একটি শিশুও আবাসন ছাড়া থাকবে না। মানবেতর জীবনযাপন করবে না। ১৬ কোটি মানুষকে খাওয়াতে পারলে, এই শিশুদেরও খাওয়াতে পারব।”
একটি বেসরকারি সংস্থার প্রতিবেদনে ‘৩৪ লাখ শিশুর রাস্তায় ঘুরে বেড়ানোর’ তথ্য এসেছে জানিয়ে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

আপনাদের ধারনা কি প্রধানমন্ত্রীর এই নির্দেশ কার্যকারীত হবে?
নাকী নির্দেশ, নির্দেশের নিচে দামা চাপায় মৃত্যু বরণ করবে।

জানী পথের শিশুরা পথেই থাকবে। আর প্রতি বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহে আমাদের প্রধানমন্ত্রী একি নির্দেশ দিয়ে যাবেন দুই মন্ত্রণালয়কে।
আমাদের প্রধানমন্ত্রী বার বার ভুলে যান আমরা এখন আর আশ্বাসে বা নির্দেশে বিশ্বাসী নই। আমরা এখন কর্মে বিশ্বাসী।

মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনুরুধ করছি আশ্বাসে বা নির্দেশে নয় কর্মে প্রমান করুন একটি শিশুও পথে থাকবে না।
৩৪ লাখ পথশিশুকে আট দশটা শিশুর মতো বাচতে নিন।
ওদের আবাসন খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা সহ অন্যান্য সকল মৌলিক অধিকার নিশ্চিত করুন ।
তারপর বুক ফুলিয়ে বলুন হ্যা আমরা একটা পথশিশুকেও আজ আর পথে ফেলে রাখিনি।
দয়া করে তার আগে আর পথশিশুদের অধিকার নিয়ে নির্দেশের নাঠক করবেন না।

কোন মন্তব্য নেই: