বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫

কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ


কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ । এই নতুন বেতন কাঠামোতে যারা সরকারী চাকুরীতে অধ্যায়নরত তাদের পৌষ মাস আর যারা সরকারী চাকুরীর অপেক্ষায় বা পদপ্রার্থী তাদের সর্বনাশ ।

নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে সরকারী চাকুরির অপেক্ষায় থাকাদের কি ভাবে সর্বনাশ হলো?
উত্তর একদম সোজা । নরমালি আমাদের দেশে ঘোষ বিহীন কোন সরকারী চাকুরি হয়না (যদিও এখন কিছু কিছু বেসরকারী প্রতিষ্ঠানে ও নতুন চাকুরীর ক্ষেত্রে ঘোষের প্রচলন চালু হয়ে গেছে) । আগে যে পোষ্টের চাকুরীর জন্য যে পরিমান ঘোষ লাগতো এখন বেতন দিগুণ হওয়ায় নিশ্চয়ই নতুন চাকুরী প্রত্যাশীদের ঘোষ ও দিগুণ গুনতে হবে ।
এখন বর্তমান সরকারকে সবাই বাহ বাহ দিয়ে বড়িয়ে দেবে । নিশ্চয়ই সরকার বাহ বাহ পাওয়ার মতোই একটা কাজ করেছে সরকারী বেতন দিগুণ করে । এখানে আমিও সবার মতো খারাপ কিছু দেখিনা । সরকারের এই নিদ্ধান্তকে আমিও সবার মতো অভিনন্দন জানাই ।

সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫

হয়তো নরকে পুড়ে আংগার হয়ে যেতাম


সুরঞ্জনা আমার জীবন থেকে যখন চলে গেলে
তখন মন থেকে ও কেন চলে গেলেনা।
তবে তো আর এই মনটা পুড়তো না আজো
তোমার নিঃসঙ্গতায়।
সুরঞ্জনা আমার জীবন থেকে যখন চলে গেলে
তখন আমার জীবনটাকে কেন শেষ করে দিয়ে গেলেনা।
তবে তো আর আমি তোমার ফেরার আসায়
বৃথা অপেক্ষায় থাকতাম না।
হয়তো নরকে পুড়ে আংগার হয়ে যেতাম।

তবুও তুমি সুখে আছ তো সুরঞ্জনা​ ?


অংকে খুব ভালো ছাত্র ছিলাম বলেই জীবনের অংকে মস্ত বড় ভুল করেছি।
সারা জীবন ক্ষয়ে ও এই ভুলের মাসুল হবেনা।
বদলাবে না আর ভাগ্য রেখা
বরং উল্ট ফুরিয়ে যাচ্ছে আয়ু রেখা ।
হয়তো হবেনা আর শেষ দেখা।
দু-কালেই হারালাম তোমায়
হারালাম নিজেকেও।
তবুও তুমি সুখে আছ তো সুরঞ্জনা​ ?

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫

আমাদের দেশে তেলবাজীটা খুব জনপ্রিয়


আমাদের শ্রদ্ধেয় যোগাযোগ মন্ত্রী মহুদয় ওবায়দুল কাদের বলেছেন একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া কোন মন্ত্রী সফল নয় । আমি নিজেও সফল নই ।
মাননীয় মন্ত্রী মহুদয় আমরা মানলাম, ঠিক মানলাম না, মানতে বাধ্য হলাম যে আমাদের কোন মন্ত্রী সফল নয় । এবং কি আপনি নিজেও না ।
আপনার এই কথার সাথে দেশের  ৯০ ভাগ মানুষ সহমত পোশন করবেন আমার ধারনা । এই রকম সত্য কথা বলতে অনেক সাহসের দরকার হয় । যা সম্ভবত আমাদের আর কোন শ্রদ্ধেয় মন্ত্রীর পক্ষে এমন সত্য বলার সাহসিকতা নেই । জি আমি আপনার সাহসের তারীফ বা প্রশংসা করছি । নিশ্চয়ই আপনি প্রশংসা পাওয়ার যোগ্য  কথাই বলেছেন।
কিন্তু মানতে পারলাম না প্রধানমন্ত্রীর সফলতাটা ।

শনিবার, ২৯ আগস্ট, ২০১৫

কি চায় এই মন


কেন বুঝনা কি চায় এই মন
চোখে আঁকা কতো স্বপ্নরাশি
ঠোটে না বলা গোপন কথা
গলা শুকানো ত্বিষনারতা
চোখের চাওয়ায় না পাওয়ার বিষন্যতা।

পৌষের রাতে

পৌষের রাতে কনকন শীতে
আকাশের নীচে বসে কাদে এক প্রেমিক মাতাল
কুয়াশা ডাকা, চাঁদ যায়না দেখা
রাত দিয়েছে গায়ে আঁধারের কাঁথা
থরথর কাপে,জল ঝরে চোখে
কি ব্যথা শীতে?
তার চেয়ে ব্যাথা প্রেমিক মাতালের অন্তরেতে।

রবিবার, ২৩ আগস্ট, ২০১৫

আমি তো প্রেমিক মাতাল


আপনারে যে চিনিতে পারেনি
সে কি করে চিনিবে অন্যরে?
আপনারে যে বুজিতে পারেনি
সে কি করে বুঝিবে অন্যরে?
আপনারে যে জানিতে পারেনি

রবিবার, ৯ আগস্ট, ২০১৫

কলম মানে অস্ত্র নেওয়া, পারবো না ভাই পারবোনা

কলম হাতে নিলেই নাকী কলমদারীর মৃত্যু হয়
কাপুরুষ এই আমার কলম নিতে তাইতো ভয়।
এই কলম হাতে নিয়েই নাকী শহীদ হয়েছেন কতো শতজন
আমি আমার ভালই আছি, শহীদ হওয়ার কি প্রয়োজন?

কলম নাকী মাঝে মাঝে অস্ত্রের চেয়েও ধারালো হয়
কাপুরুষ এই আমার কলম নিতে তাইতো ভয়।
এই কলমের কালিতে নাকী দুঃশাসন অবশান হয়?
শত্রুপক্ষ কলমের ভয়ে মাঝ পথেই থমকে রয়।

একি ব্লগার হত্যা, নাকী নাস্তিক হত্যা, নাকী হিন্দু হত্যা, নাকী অন্য কিছু?

একি ব্লগার হত্যা, নাকী নাস্তিক হত্যা, নাকী হিন্দু হত্যা, নাকী অন্য কিছু?
যে তিন জনকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে
উনারা তিন জনই ব্লগার,
উনারা তিন জনই নাস্তিক আখ্যায়িত (কে বা কারা আখ্যায়িত করেছেন জানিনা)।
উনারা তিন জনই হিন্দু।

আমার নগণ্য বোধ শক্তি থেকে এই প্রশ্ন গুলির জন্ম।
জানি এই লেখা পড়ে অনেক আমাকে মূর্খ গর্দব বলে গালি দেবেন।
আমি গর্দব কিনা জানিনা, তবে আমি যে মূর্খ তা আমার অজানা নয়।

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫

পথের শিশু পথেই থাক

পথের শিশু পথেই থাক
              আমি আমার অট্টালিকায়
পথের শিশু না খেলে
              আমার তাতে কি আসে যায়?
আমার শিশু পরম সুখে আমার কোলে ঘুমায়
              পথের শিশুর কান্না শুনে ভাঙ্গে না হৃদয় যন্ত্রনায়।