শনিবার, ২৯ আগস্ট, ২০১৫

পৌষের রাতে

পৌষের রাতে কনকন শীতে
আকাশের নীচে বসে কাদে এক প্রেমিক মাতাল
কুয়াশা ডাকা, চাঁদ যায়না দেখা
রাত দিয়েছে গায়ে আঁধারের কাঁথা
থরথর কাপে,জল ঝরে চোখে
কি ব্যথা শীতে?
তার চেয়ে ব্যাথা প্রেমিক মাতালের অন্তরেতে।



বিষন কুয়াশায় ভিজে গেছে গায়ের জামা
অশ্রু জলেও ভিজেছে।
শিতের আক্রমণ আরো বেড়েছে
তবুও কান্না থামেনা।

কি ব্যাথা তার হৃদয় গহীনে
যার কাছে শীত ও হার মানে।
হটাত কান্না গেল থেমে
পড়ে গেল মাটির বুকে
আর তো কাদতে সে পারলনা
গহীন ব্যথা ও সইতে পারলনা
চলে গেল পৃথীবি ছেড়ে
শুধু স্মৃত্মি রইলো পড়ে।

কোন মন্তব্য নেই: