কেন বুঝনা কি চায় এই মন
চোখে আঁকা কতো স্বপ্নরাশি
ঠোটে না বলা গোপন কথা
গলা শুকানো ত্বিষনারতা
চোখের চাওয়ায় না পাওয়ার বিষন্যতা।
হাতের ছোয়ায় বুঝনা কি খুজে বেড়াই
হটাত করে মন ভুলে কেন অচিন পুড়ে হাড়াই?
পায়ে হাটার শব্দে বুঝনা তুমি কোথায় যেতে চাই
নিজের মাঝে কেন খুজি যে তোমায়?
আঁধার রাতে একলা ক্ষনে কেন আমি জাগি
আমার পাশে হাত বাড়িয়ে তোমায় কেন খুজি?
নিজের ঘরে আলো জ্বালিয়ে কেন খুজি আঁধার
সব তোমাকে পাওয়ার নির্বিকার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন