বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫

আনারি প্রেমিক

কখন যদি মনে করো আমি তোমার কাছে বিস্বাদ হয়ে গেছি,
ঝেরে ফেলে দিও বুকের ভিতর জমানো স্মৃত্বি গুলি।
ভুলে যেও এক নিমিষেই ভুল মানুষটাকে,হাজার ভুলের মাঝে।
আমি পিচু ডাকবো না,পিচু ফিরে তাকাবো না,ফেরাবো না তোমায়।
শুধু পরে রব আনারি প্রেমিক হয়েই,যেমনটা রয়েছিলাম বহু কাল।

  1. একটি সপ্নের মৃত্যু
  2. কেউ এক জন আমায় খুব মিস করছে
  3. খয়ারি পাঞ্জাবী
  4. পাশান পুরের পাশাণি - New!
  1. এই পাগলের প্রলাপ
  2. "SURONJONA" I miss you all the time
  3. "SURONJONA" I miss you all the time.
  4. "প্রেমিক মাতাল"
  5. It’my real life story
  6. আনারি প্রেমিক
  7. আমাদের মৌলিক অধিকার
  8. আমার জীবনে আর কোন শুভদিন আসবে না
  9. আমারও একটা প্রেম কাহিনি আছে
  10. আমি কখনো সুখের পিছনে দৌড়াইনি
  11. আমি কোন যাত্রাপালার নটরাজ নই - New!
  12. আমি তাকেই হারিয়েছি / আমি তাকেই খুজে পেয়েছি
  13. আমি বাংরেজী ভাষার প্রণেতা হয়ে যেতে পারি
  14. উড়ু চিঠি
  15. এ শুধু সপ্ন
  16. এই পাগলের প্রলাপ (পর্ব ২)
  17. কেউ এক জন আমায় খুব মিস করছে
  18. কোথায় দৌড়াচ্ছেন?
  19. ঘৃণা হচ্ছিলো ঐ বন্দুর উপর
  20. জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো
  21. তার চেয়ে এই ভালো দূরে দূরে থাকা
  22. তোর আর আমার ধর্মের বেড়িবাঁধ
  23. তোর স্মৃত্বির মণি কোঠায়
  24. দেশ প্রেমের নাটক
  25. নিজেরাই উদ্যেক্তা হয়ে ভালো কিছু করতে পারেন
  26. নিন্দুকের কাজই তো নিন্দা করা - New!
  27. পাগলের প্রলাপ
  28. পাশান পুরের পাশাণি - New!
  29. প্রেমিক মাতাল সর্বদাই নিখুত ভালবাসার কাঙ্গাল - New!
  30. মহিউদ্দিন পারলে ক্ষমা করে দিস আমায়
  31. যা শুধু বিস্বাদময়
  32. শুধু নেই সেই কবিতা প্রেমিক মাতাল আর সুরঞ্জনা
  33. সুরঞ্জনা
  34. সুরঞ্জনা
  35. সুরঞ্জনা
  36. সুরঞ্জনা
  37. সুরঞ্জনা আজ আর আমার কাছে তুই আসিস না

শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫

দেশ প্রেমের নাটক

দেশ প্রেমের নাটক-ই দেশে এখন সব চেয়ে জনপ্রিয়।
অহে নাটকের তারকা কারা তা নিশ্চয়ই আপনার বিনা মেধা
করছ করেই বুঝে ফেলেছেন।

জানেন মাঝে মাঝে আমারোনা ধারুন ইচ্ছা করে
দেশ প্রেমের একটু নাটক করি।
অল্প খরছে বিশাল জনপ্রিয়তা কামাই।
সে সুযোগ আর পাই কই বলেন?
নুন আনতে যে পান্তা ফুরায় আমার।

বুধবার, ২৫ মার্চ, ২০১৫

ভেজা ঘাস

কতো কুয়াশা ভেজা ঘাস শুখালো
পৌষের দুপুরের ক্লান্ত রোদে।
কতো বৃষ্টি ভেজা ঘাস পুড়ালো
চৈত্রের দুপুরের কাঠ ফাটা রোদে।

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

বড়লোক আপুরা কিন্তু সখের বসে অথবা
পড়া শুনার যোগ্যতাটাকে কাজে লাগানোর জন্যই চাকুরি করেন।
আর যারা চাকুরির জন্য পাগলের মতো ঘুরছেন
তারা কিন্তু পেটের দায়ে চাকুরির পিছু ছুটছেন।
তবুও চাকুরি জোটা তো দূরের কথা, শুন্য পোষ্ট খুজেও পাচ্ছেন না।
কারন দখল করে বসে আসেন আমাদের বড় লোক কিছু আপুরা।
যাদের চাকুরি পাওয়া কোন বেপারিনা।
শুধু মুখ দিয়ে একবার বললেই হয়।
কারন বাপ চাচা ভাই মামা অথবা স্বামী সবাই
বড় বড় প্রতিষ্ঠানের বড় বড় কর্মকর্তা অথবা মালিক পক্ষ।

যা শুধু বিস্বাদময়

সুরঞ্জনা আমি বরাবরই স্বাধীনতায় বিশ্বাসী ছিলাম।
যা তোমার অজানা ছিলনা।
আমি বিশ্বাস করতাম স্বাধীনতায় প্রকৃত সুখ,
তাই তোমাকে স্বাধীন করে দিয়েছিলাম।
তাই তো তুমি স্বাধীনতার সুখ নিলে,
আর আমায় দিলে পরাধীনতা।
তবুও আজও আমি বিশ্বাস করি স্বাধিনতায় সুখ,
তাই তো তুমি তোমার প্রকৃত সব সুখটুকু খুজে নিয়েছো।
আর পরাজিত এই আমি তোমার স্বাধীনতার মাঝেই
মিথ্যে সুখ খুজে বেড়াই,যা শুধু বিস্বাদময়।

মহিউদ্দিন পারলে ক্ষমা করে দিস আমায়

তুই বহুবার বহুদূর থেকে আমার কাছে এসেছিস
বন্ধুত্বের অধিকার নিয়ে।
আমি প্রতিবার তোকে ফিরিয়ে দিয়েছি দূর দূর করে।
যদিও প্রকাশ্যে নয় কৌশলে।
জানি তুইও তা বুঝে নিয়েছিস।
তবুও আসিস বারবার।
আজও আসছিস,আমি আজও তোকে তারিয়ে দিয়েছি আগের মতোই।
তুই আমাকে অবাগ করে দিয়ে প্রতিবারের মতোই কোন রাগ না করেই
চলে গেছি।

রবিবার, ১৫ মার্চ, ২০১৫

প্রেম দহন

হৃদয় খুরে রক্তের স্রোত দ্বারা
চীর্ণ হৃদয় শীর্ণ দ্বারা
প্রবল প্লাবন, আঁখি শ্রাবণ
ক্লান্ত আমি প্রেম দহন.


শুক্রবার, ১৩ মার্চ, ২০১৫

সুরঞ্জনা

কূল ভাঙ্গা সর্বনাশা নদী
নীর ভাঙ্গা কাল বৈশাখী ঝড়
স্বপ্ন ভাঙ্গা স্বপ্নচারীনি তুমি
জীবন করেছো তপ্ত মরুচর।

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫

অসম্পূর্ণ কাব্য

নির্জনে নির্ভাবনায় এসো তুমি নিপবনে
গুধুলি ফুরিয়ে এলে,বুকেতে জরিয়ে ধরে
ভালোবাসি ওগো বলবো তোমার কানে কানে।

জোনাকির নিবো নিবো আলোয়,
চাঁদের জন্মলগ্নে,আমাবর্শার কালে
ললাটে আলতো করে চুমু দেবো লজ্জা ভুলে।

নিশুতি রাতে,নিশুতি আবেগে অরন্যের বুকে
নির্ঘুম তুমি নির্ঘুম আমি নির্ঘুম প্রকৃতিতে

শুক্রবার, ৬ মার্চ, ২০১৫

জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো

জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো।
তাই জন্মদিন নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই।
আমার জন্মটাই যতা তথা, কর্মটাও তাই।
আমার জন্মটাই জন্মান্তরের পাপ।
আমার জন্মদিনে শুভ বলতে কিছু নাই।
তাই দুঃখিত শুভাকাংখীগণ আপনাদেরকে
ধন্যবাদ টুকু জানাতে পারলামনা বলে।