সুরঞ্জনা আমি বরাবরই স্বাধীনতায় বিশ্বাসী ছিলাম।
যা তোমার অজানা ছিলনা।
আমি বিশ্বাস করতাম স্বাধীনতায় প্রকৃত সুখ,
তাই তোমাকে স্বাধীন করে দিয়েছিলাম।
তাই তো তুমি স্বাধীনতার সুখ নিলে,
আর আমায় দিলে পরাধীনতা।
তবুও আজও আমি বিশ্বাস করি স্বাধিনতায় সুখ,
তাই তো তুমি তোমার প্রকৃত সব সুখটুকু খুজে নিয়েছো।
আর পরাজিত এই আমি তোমার স্বাধীনতার মাঝেই
মিথ্যে সুখ খুজে বেড়াই,যা শুধু বিস্বাদময়।
অন্যান্য
ইন্টারনেটে আয়
কবিতা
কাজী নজরুল ইসলাম
গল্প
গান
ছোট গল্প
পাগলের প্রলাপ
ফেইসবুক সলিউশন
বিজয় দিবস
বিজয় দিবস
ব্লগ বিষয়ক
ভিওয়ার ও ফলওার বাড়ান খুব সহজ পদ্ধতিতে
যা তোমার অজানা ছিলনা।
আমি বিশ্বাস করতাম স্বাধীনতায় প্রকৃত সুখ,
তাই তোমাকে স্বাধীন করে দিয়েছিলাম।
তাই তো তুমি স্বাধীনতার সুখ নিলে,
আর আমায় দিলে পরাধীনতা।
তবুও আজও আমি বিশ্বাস করি স্বাধিনতায় সুখ,
তাই তো তুমি তোমার প্রকৃত সব সুখটুকু খুজে নিয়েছো।
আর পরাজিত এই আমি তোমার স্বাধীনতার মাঝেই
মিথ্যে সুখ খুজে বেড়াই,যা শুধু বিস্বাদময়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন