মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

বড়লোক আপুরা কিন্তু সখের বসে অথবা
পড়া শুনার যোগ্যতাটাকে কাজে লাগানোর জন্যই চাকুরি করেন।
আর যারা চাকুরির জন্য পাগলের মতো ঘুরছেন
তারা কিন্তু পেটের দায়ে চাকুরির পিছু ছুটছেন।
তবুও চাকুরি জোটা তো দূরের কথা, শুন্য পোষ্ট খুজেও পাচ্ছেন না।
কারন দখল করে বসে আসেন আমাদের বড় লোক কিছু আপুরা।
যাদের চাকুরি পাওয়া কোন বেপারিনা।
শুধু মুখ দিয়ে একবার বললেই হয়।
কারন বাপ চাচা ভাই মামা অথবা স্বামী সবাই
বড় বড় প্রতিষ্ঠানের বড় বড় কর্মকর্তা অথবা মালিক পক্ষ।


আপুরা একবার কি ভেবে দেখেছেন আপনি যে চাকুরিটা
করছেন সখের বসে অথবা যোগ্যতাটাকে কাজে লাগানোর জন্য
সেই, চাকুরির জন্য মধ্যবিত্ত কিংবা নিন্মবিত্ত পরিবারের
একটা ছেলে বা মেয়ে কেন পাগল পাড়া।

আমাদের দেশে জনসংখ্যার তুলনায় কর্মসংস্থান খুব কম।


বড় লোক আপুরা কিন্তু চাকরি না করে নিজেই উদ্দেক্তা হয়ে ভালো কিছু করতে পারেন। যেটা দ্বারা নতুন কিছু কর্মসংস্থান সৃষ্টি হবে।
আমার মতো নগণ্যরা পাবে নতুন কর্মক্ষেত্র।
কমবে বেকারত্যের হার।
নিজেরাও চাকুরির চেয়েও ভালো ফলাফল পাবেন।
মূলধন নিয়ে আশা করি কিছু বলার প্রয়োজন নেই।

কোন মন্তব্য নেই: